Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বানে ভেসে গেল কৃষকের স্বপ্ন

রাজন ভট্টাচার্য
১৮ এপ্রিল ২০২২ ২০:০০ | আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ০২:৪১

সর্বশেষ ২০১৭ সালে যখন হাওরডুবির ঘটনা ঘটলো তখনও যথাসময়ে বাঁধ নির্মাণের কাজ না হওয়া, সামান্য মাটি আর বালু দিয়ে কোনরকমে বাঁধের কাজ করা, কাজ পেয়ে কয়েক হাতবদলসহ নানা অভিযোগ আলোচনায় আসে। অনেক অভিযোগের তদন্তে সত্যতাও পাওয়া যায়। কিন্তু প্রতিকার মিলেনি।

এবারও হাওর অধ্যুষিত সাতটি জেলার ফসল হুমকির মুখে। আগাম পাহাড়ি ঢলে একের পর এক সুনামগঞ্জ, নেত্রকোণাসহ বিভিন্ন জেলায় হাওর তলিয়ে যাওয়ার খবর আসছে। অকাল বন্যায় সর্বনাশ দেখছে কৃষক। চোখের সামনে ভাঙছে বাঁধ। ডুবছে আশার ফসল। তাই হাওরপাড়ের মানুষের মন ভালো নেই। চোখে জল। অনেকই নিরুপায় হয়ে কাঁচা ধান কাটছেন। অথচ মাত্র কদিন পরেই ফসল ঘরে তোলার কথা ছিল। উৎসব হওয়ার কথা ছিল দেশের গোটা পূর্বাঞ্চলে।

বিজ্ঞাপন

প্রথম দফায় পানির চাপ কিছুটা কমলেও আবারও তা বেড়েছে। দ্রুত ধান কাটতে এখন ভাটি অঞ্চলে রাতদিন চলছে মাইকিং। অনেকে লোক সংকটে ধান কাটতে পারছেন না। আবার নতুন করে প্লাবিত হয়েছে বেশকিছু এলাকা। যথাসময়ে বাঁধ মেরামত না হওয়ায় ক্ষুদ্ধ সাধারণ কৃষক। অসহায় চোখে পানির তাণ্ডব দেখা ছাড়া তাদের এখন করারই বা কি আছে?

ইউক্রেনরাশিয়া যুদ্ধ গোটা পৃথিবীজুড়ে সংকটের মাত্রা বাড়িয়েছে। বেড়েছে পণ্যের দাম, জীবনযাত্রার ব্যয়। এর মধ্যে নতুন করে যোগ হয়েছে শ্রীলংকা পরিস্থিতি। সেখানে অভাবে রীতিমতো হাহাকার চলছে। যুদ্ধের প্রভাব বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশের পড়েছে। চালের দাম বাড়ার পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধি নিয়ে সমালোচনা চলছে বহুদিন। এর মধ্যে এবারও যদি গোটা হাওরের ফসল পানিতে নষ্ট হয়, তবে দেশজুড়ে এর নেতিবাচক প্রভাব পড়বে এতে কোন সন্দেহ নেই। এই সুযোগে চালের দাম আবারো বাড়াবে সিন্ডিকেট চক্র। এটিই চিন্তার বিষয়।

বিজ্ঞাপন

সুনামগঞ্জসহ গোটা হাওরাঞ্চলে ফসলডুবির ঘটনা তো নতুন নয়। ভাটি এলাকার প্রথা অনুযায়ি প্রতি তিন বছর পর একবার ফসলডুবির ঘটনা ঘটে। এই হিসাবে স্বাধীনতার পর এখন পর্যন্ত কমপক্ষে ২০বার কৃষকের সোনালী ফসল খেয়েছে সর্বনাশা পানি, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ। অথচ ফসলরক্ষায় এখন পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া যায়নি।

যেসব বাঁধের কথা শোনা যায় সেগুলো তো পানির প্রথম চাপই প্রতিরোধ করতে পারে না! কথা হলো বিকল্প কি কোন ব্যবস্থা নেই? ব্লক দিয়ে শক্তিশালি বাঁধ নির্মাণের ব্যবস্থা তো করা যায়। তাহলেও ফসল কিছুটা হলেও রক্ষা করা যেতে পারে। কিছুটা হলেও আশার আলো দেখতে পারে কৃষক ও হাওর পাড়ের মানুষ। লক্ষণীয় হলো, যতবারই ফসলডুবি হয়, ততবারই এর কারণ হিসেবে দেখা যায়, নির্মাণ ত্রুটি কিংবা সময়মতো বাঁধ সংস্কার না করা। দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ সাজা হিসেবে বদলি করা হয়। এই সাজাকে অনেক সময় সাজাপ্রাপ্তরা সাজা নয় বরং পুরস্কার হিসেবে উপভোগ করেন। এর বাইরেও ফসলডুবির আরও কিছু কারণ রয়েছে। সবচেয়ে বড় কথা হলো প্রকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো কঠিন। কিন্তু যতোটুকু রক্ষা সম্ভব তাও তো হচ্ছে না।

প্রতি বছর বর্ষা শেষে বোরো ফল রক্ষায় একই বাঁধ বারবার পুঃনির্মাণ করা হচ্ছে। অথবা বিকল্প বাঁধ নির্মাণ করা হচ্ছে। প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে নতুন নতুন বাঁধ নির্মাণের উদ্যোগ ও অর্থ বরাদ্দ দেখা যায়। এতোসব উদ্যোগ নেওয়ার সুফল কতোটা মিলেছে? একদমই না। অর্থাত আগাম বন্যার হাত থেকে ‘বাঁধ’ কোন হাওর রক্ষা করেছে এমন নজির নেই। পানি আসার সঙ্গে সঙ্গে বাঁধ ভেঙে যায়। অথচ ব্লক দিয়ে শক্তিশালি বাঁধ নির্মাণ সম্ভব হলে হয়ত পানি উপচে হাওর তলিয়ে যাবে, তবুও কিছুটা সময় পাবে কৃষক।

গত পাঁচ এপ্রিল সুনামগঞ্জের শাল্লার ‘কৈয়ার’ হাওরের বাঁধ পানির স্রোতে ভাঙতে দেখা যায়। আগেরদিন থেকেই এলাকার নদীর পানি বাড়ছিল। শোনা যাচ্ছিল বিপদগ্রস্থ কৃষকদের আহাজারি। শেষ পর্যন্ত দুর্বল বাঁধ ২৪ ঘন্টাও পানির চাপ সামলাতে পারেনি। যে অংশটি ভেঙেছে সেখানে দেখা গেছে, কোন রকম মাটি ফেলে রাখা হয়েছে। মাটি বসানো পর্যন্ত হয়নি। এমন দায়সারা বাঁধে তো প্রতি বছর টাকাই ব্যয় হবে, এটাই স্বাভাবিক। মানুষের কোন কাজে আসবে না।

অনেক হাওর রক্ষায় গ্রামবাসিসহ স্থানীয় প্রশাসন রাতদিন কাজ করছে। তবুও পানি নামছে নীচু জমিতে! এভাবেই হাওর এলাকায় একের পর এক দুঃসংবাদ ভাসছে আকাশে বাতাসে। বাড়ছে মানুষের কান্না আর আহাজারি। সেইসঙ্গে আগামীদিন কিভাবে চলবে সেই দুঃশ্চিন্তার রেখাও এই অঞ্চলের মানুষের কপালে।

অভিযোগ আছে সুনামগঞ্জের ফসল রক্ষাবাঁধ গত ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্মাণের সময়সীমা বেঁধে দিয়েছিল পানি উন্নয়ন বোর্ড। বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম হলে কাঠোর হস্তে দমন করার কড়া হুঁশিয়ারি দেয়া হয়েছিল বোর্ডের পক্ষ থেকে। কে শোনে কার কথা? বাঁধের ঝুঁকিপুর্ণ অংশে ‘কজওয়ে’ নির্মাণের পরিকল্পনাও নেয়া হয়েছিল। কিন্তু কিছুই হয়নি। না হয়নি সময়মতো বাঁধ, হয়নি কজওয়ে। এ বছর ৭২৪টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে ৫৩২ দশমিক ৩৯ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৭২৪ কোটি টাকা। যাদের অবহেলায় সময়মতো কাজ হয়নি তারা কি এবারও বিচারের আওতায় আসবে। নাকি রাজনৈতিক তদবিরে যেভাবে কাজ পাওয়া গেছে সেভাবেই সবাই সুরক্ষার আওতায় আসবে? কে দায় নেবে এই ভয়াবহ সর্বনাশের?

গত দুই মার্চ সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ধীরগতির পাশাপাশি ৫৮ ভাগ ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনে অনিয়ম হয়েছে বলে উঠে এসেছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার জরিপে। রাজনৈতিক প্রভাব ও অর্থনৈতিক সুবিধা নিয়ে অধিকাংশ ক্ষেত্রে গণশুনানি ছাড়াই পিআইসি গঠনেরও অভিযোগ রয়েছে।

জরিপে বলা হয়েছে, সরকার নির্ধারিত সময়ে মাত্র ৮ ভাগ ফসল রক্ষা বাঁধে শতভাগ কাজ সম্পন্ন হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাকি ৯২ ভাগ বাঁধের আংশিক কাজ সম্পন্ন হয়েছে। সবমিলিয়ে বাঁধে মাটি ভরাট, ঘাস লাগানোসহ সার্বিকভাবে গড়ে ৬২ ভাগ কাজ শেষ হয়েছে।

সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ৭২২টি বাঁধের মধ্যে দৈবচয়ন পদ্ধতিতে ১০৮টি বাঁধের উপর তারা এই জরিপ পরিচালনা করেন। জরিপের ফলাফল অনুযায়ী মাত্র ৮ ভাগ বাঁধে মাটির কাজ সম্পন্ন হয়। ঘাস লাগানো হয়েছে ৩ ভাগ বাঁধে। সংশোধিত কাবিটা নীতিমালা অনুযায়ী ৫০ মিটার দূর থেকে বাঁধের মাটি আনার কথা থাকলেও ৩৫ ভাগ বাঁধে এই নিয়ম মানা হয়নি। অনিয়মের মাধ্যমে বাঁধের কাছ থেকে মাটি দেওয়া হয়েছে। যেসব বাঁধে মাটির কাজ সম্পন্ন করা হয়নি, এসব বাঁধে দুরমুজ (কম্পেকশন) ও ঢাল বজায় রাখার কাজও অসম্পূর্ণ।

সরকারি হিসাব বলছে, সুনামগঞ্জে মোট ১হাজার ৭শ ১৮ কিলোমিটার বাধঁ রয়েছে এর মধ্যে ৫শ ৩৫ কিলোমিটার বাধেঁর কাজ ড্রোনের মাধ্যমে ছবি সংগ্রহ করে যাচাই বাছাই ও মনিটরিং করা হয়েছে। এবারের বন্যার প্রথম ধাক্কায় হাওরের ৩টি স্থানে ১৭০ মিটার বাধঁ ভেঙ্গেছে বলেও সরকারি তথ্য বলছে।

দেশে ৭টি হাওর জেলার ৩শ ৭৩ টি হাওরের মধ্যে সর্বাধিক হাওর সুনামগঞ্জে। এবছর জেলায় মোট ২ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে ফসল চাষ করা হয়েছে বলেও জানানো হয়। আকষ্মিক বন্যায় হাওরের ৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এটাই তো কৃষকের সবচেয়ে বড় সর্বনাশ। এছাড়া সিলেট ও সুনামগঞ্জে হাওরের বাঁধে ১৩৬টি স্থানে সিপেজ এর সৃষ্টি হয়েছে; এর মধ্যে ৮৮টি সম্পূর্ণ মেরামত করা হয়েছে ৩৮টির কাজ চলমান রয়েছে।

হাওরে বন্যায় ধারাবাহিক কৃষকের ক্ষতি হলেও সরকারি কাগজে ডেল্টা প্ল্যান২১০০ অনুযায়ী ৬৪টি জেলায় নদী খননের লক্ষ্যে ৫১১টি নদীর যায়গায় ৬২৭টি ছোট নদী/খাল খনন কাজ চলমান রয়েছে বলা হচ্ছে। সুনামগঞ্জ জেলার জন্য ১৫শ ৪৭ কোটি টাকার ১৪ নদী খনন একটি প্রকল্প নেয়া হচ্ছে যার দৈর্ঘ্য ৩শ ২৭ কিলোমিটার বলা হচ্ছে। সংযুক্ত খাল রয়েছে ২শ৫০ কিলোমিটার।

গত প্রকল্পটি নভেম্বরে একনেকে পাশ হলে ২০২৩ সালে কাজ শুরুর কথা রয়েছে। ৯০টি কজওয়ে প্রকল্পও রয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। সুনামগঞ্জ হাওরের ১৪টি নদীতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খনন কাজ চলমান রয়েছে; ইতোমধ্যে ৫টি জেলার নদীর ৩শ ৭৪ কিলোমিটার খনন চলমান রয়েছে বলছে সরকার। গ্রামবাসীর বোরো ধান কাটা শেষ হলে কৃষকরা বাঁধ কেটে দেয় মাছ চাষের পানি প্রবেশের জন্য। ফলে বাঁধগুলো ক্ষতিগ্রস্থ হয় এমন দাবিও পানি সম্পদ মন্ত্রণালয়ের। শেষ পর্যন্ত সরকারি উদ্যোগগুলো কবে নাগাদ বাস্তবায়নের পথে হাঁটবে তা সঠিক বলা দুষ্কর। তবে পরিকল্পনা নিলেই হবে না, একফসলি হাওরের বোরো আবাদ রক্ষা করতে হলে দুর্নীতি রোধ করে কার্যকর ব্যবস্থার দিকে এগিয়ে যেতেই হবে।

নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ার পেছনে প্রকল্প প্রাক্কলন ও পিআইসি গঠনে বিলম্ব, অর্থ ছাড়ে বিলম্ব, হাওর থেকে দেরিতে পানি নামা ও ড্রেজার মেশিনের স্বল্পতা রয়েছে। এছাড়া বাঁধের মাটির দুষ্প্রাপ্যতা ও প্রকল্প গঠনে অনিয়মের সমস্যা পুরনো। হাওরে ফসল রক্ষা বাঁধের বিকল্প হিসেবে উজান ও ভাটিতে নদী খনন জরুরি। নির্মাণ করতে হবে স্থায়ী বাঁধ, খনন করতে হবে নদী। রাজনৈতিক বিবেচনায় কাজ পাওয়া বন্ধ, কাজের হাত বদল ঠেকানো জরুরি। বিচারের আওতায় আনতে হবে অপরাধীদের। অন্যথায় হাওরের সর্বনাশ ঠেকানো যাবে না। বারবারই নষ্ট হবে ভাটির মূল্যবান সোনালি ফসল।

লেখক: সাংবাদিক ও কলাম লেখক

সারাবাংলা/এসবিডিই

অকাল বানে ভেসে গেল কৃষকের স্বপ্ন টপ নিউজ রাজন ভট্টাচার্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর