Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস; আমাদের জানা তথ্যের অর্ধেক ভুল, অর্ধেক সঠিক


৯ জুন ২০২০ ১৭:১৫ | আপডেট: ৯ জুন ২০২০ ১৭:৩৮

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্তের তিনমাসের মাথায় এসে শুরুর দিকে যেসব সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হচ্ছিল, তার অর্ধেকই তেমন গুরুত্বপূর্ণ নয় কিংবা ভুল ধারণা হিসেবে প্রতীয়মান হচ্ছে। অন্যদিকে বাকি ধারণা এখন পর্যন্ত ঠিক বলেই মনে হচ্ছে। আমার মনে হয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মানুষকে জানিয়ে দেই বিভিন্ন গবেষণা ও তথ্য-প্রমাণের ভিত্তিতে এখন আমরা কোন তথ্যগুলো ভুল এবং কোনগুলো সঠিক হিসেবে ধারণা করতে পারি।

বিজ্ঞাপন

প্রথমে আলোচনা করা যাক ভুল ধারণাগুলো নিয়ে-

ভুল ১: গরমকালে করোনাভাইরাস মরে যাবে

করোনাভাইরাস গরমে বেঁচে থাকতে পারে না। যখন এর প্রকোপ শুরু হয়, তখন আক্রান্ত অনেক দেশেই তাপমাত্রা কম ছিল বলে হয়ত অনেকে ধারণা করেছিলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিলসহ অনেক দেশেই উচ্চ তাপমাত্রায় করোনাভাইরাস বেশ সহজে ছড়িয়ে পড়ছে। সুতরাং গরমের মধ্যে করোনা থাকবে না, এটি ভাববার তেমন কোন অবকাশ আর নেই।

ভুল ২: বাসায় এয়ারকন্ডিসন (কুলার) চালালে করোনার আক্রমণ অবশ্যম্ভাবী

দেশ থেকে অনেকেই ফোন করে জানতে চেয়েছেন এসি ছাড়লে করোনাভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা বেড়ে যাবে কিনা? অনেকেই শুনেছি বাসায় এসি ছাড়ছেন না শুধুমাত্র ঠাণ্ডা বেশি হলে করোনাভাইরাসে আক্রান্ত হবেন এই ভয়ে। এসি ছাড়লে বা এসির মাধ্যমে ঘরের তাপমাত্রা কমিয়ে আনলে করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে এমন কোন তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। করোনা মূলত ছড়ায় শ্বাসনালীর প্রদাহের মাধ্যমে, এসির বাতাসে সেখানকার তাপমাত্রার কোন হেরফের হয় বলে জানা নেই। যদি হতো তাহলে গরীব মানুষ ও ধনী মানুষের শরীরের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় একেক জায়গায় একেকরকম হতো।

ভুল ৩: ঘন ঘন গরম পানি, চা, স্যুপ ইত্যাদি খেলে করোনাভাইরাস মরে যাবে

অধ্যাপক মুনীর উদ্দিন আহমেদ বলেছেন, “করোনাভাইরাস কখনই গলায় আটকে থাকে না বা ঝুলে থাকে না। ভাইরাস নাক থেকে শুরু করে ব্রোন্কাই পর্যন্ত পুরো শ্বাসনালীর এপিথেলিয়াল সেলে বিদ্যমান রিসেপ্টরের সঙ্গে মিলিত হয়ে সেলের ভেতর ঢুকে পড়ে এবং সেললাইনকে ক্ষতিগ্রস্ত করে ফেলে।”
আর এটি তো আপনারাও জানেন যে, মানব দেহের শ্বাসনালী ও খাদ্যনালী ভিন্ন। সুতরাং খাদ্যনালীতে গ্রহণ করা গরম পানীয় শ্বাসনালীর ভাইরাসকে মেরে ফেলবে, এর পেছনে কোন যুক্তি নেই। তবে যে কোনো অবস্থায় উষ্ণ পানি পান করা ভালো। একদম ঠাণ্ডা পানি কিংবা খুব গরম পানি বরং আপনার শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গকে পুড়িয়ে ফেলতে পারে, বা ক্ষতিগ্রস্ত করতে পারে।

বিজ্ঞাপন

শরীরের নানা রোগব্যাধির উপর নির্ভর করে ফার্মাসিস্ট আফসানা আখতার মনে করেন, “গরম পানি থিওরিটার উদ্ভব হয়েছে ভিন্ন কারণে। যেকোনো শ্বসনযন্ত্র ও শ্বাসনালী সংক্রান্ত ইনফেকশনে গলার ভেতরের নরম টিসু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে আক্রান্ত স্থানে প্রদাহের সৃষ্টি হয়। গরম পানি, চা বা স্যুপ জাতীয় খাবার খেলে আক্রান্ত স্থানে ব্যথার উপশম হয়।”

কিন্তু এর ফলে ভাইরাস মারা যেতে পারে, কিংবা ভাইরাস পেটে গিয়ে মরে যাবে এমন হবার কোন সম্ভাবনার কথা কোন গ্রহণযোগ্য গবেষণায় এখনও পাওয়া যায়নি।

ভুল ৪: ঘরবাড়ি বার বার মুছতে হবে, ঘরে ঢুকলেই কাপড় পাল্টাতে হবে কিংবা গোসল করতে হবে

প্রথম দিকে মানুষজন অত্যধিক মাত্রায় ঘরের মেঝে-দেওয়াল পরিষ্কার পরিচ্ছন্ন করছিলেন, ঘরে ঢুকেই কাপড় পালটে গোসল করছিলেন। কেননা করোনাভাইরাস দেওয়ালে, মেঝেতে, দরজার হাতলে, পোশাকে লেগে থাকতে পারে। গত তিনমাস পর্যবেক্ষণের পর এখন বিজ্ঞানীরা বলছেন, এইভাবে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। সুতরাং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ভালো কিন্তু আতঙ্কিত হয়ে বাতিকগ্রস্ত হবার দরকার নেই।

ভুল ৫: শাকসবজি, খাবার দাবার কিনলেই আচ্ছা মতো ধুয়ে শুকিয়ে নিতে হবে

এই ধারণাটির গুরুত্বও এখন নেই বললেই চলে। শুরুর দিকে আমরা খাবার বা খাবার প্যাকেট কিনে উঠোনে ফেলে শুকিয়েছি, ভিনেগারে চুবিয়ে রেখেছি, অনেকে সাবান দিয়ে ধুতে যেয়ে আরও বিষাক্ত করেছেন। এখন বলা হচ্ছে এসবের প্রয়োজন নেই। খোলা তরকারি, মাছ-মাংস কিনলে আমরা স্বাভাবিক নিয়মে যেভাবে ধুয়ে নিতাম আগে, এখনও তাই করলেই হবে। অতিরিক্ত কোন উপাদান নিয়ে ধোয়ার দরকার নেই।

ভুল ৬: বাইরের খাবার খাওয়া যাবে না, রেস্টুরেন্ট থেকে খাবার আনা যাবে না

নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পন্থায় রান্না করা যেকোনো খাবার আপনি খেতে পারেন, সেটি বাসার হোক বা রেস্টুরেন্টের। তবে রেস্টুরেন্টে বসে বা রাস্তায় দাঁড়িয়ে খাওয়া যাবে না। খেতে হবে বাসায় এনে। আর খাবার গরম করে খাওয়া সবসময় ভালো। এটি সাধারণ সময়েও করা উচিত।

ভুল ৭: করোনাভাইরাস আমাদের চারপাশের সব বস্তুতে লেগে থাকে

শুরুর দিকে ভাবা হচ্ছিল করোনাভাইরাস যে কোনো পৃষ্ঠতল বা ‘সারফেসে’ লেগে থাকতে পারে, সুতরাং আমাদের চারপাশের যেকোনো বস্তুই পারলে না ধরে থাকতে হবে। যেমন- ছাদের রেলিং, অর্ডার করা খাবারের প্যাকেট, পত্রিকা, এটিএম মেশিন ইত্যাদি। কিন্তু এখন আর তা বলা হচ্ছে না। এসব বস্তুতে করোনাভাইরাস শুয়ে বসে আপনার জন্য ওত পেতে থাকে, এমন কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে এগুলা সাধারণ  অভ্যাসের ব্যাপার। দরকার না হলে কেনই বা আপনি রেলিং ধরবেন, দোকানে হেলান দিয়ে দাঁড়াবেন, বন্ধুর হাত বা কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবেন? স্বাভাবিক সৌজন্যতা বজায় রাখুন সবসময়।

ভুল ৮: করোনাভাইরাস বাতাসে ঝুলে বা আটকে থাকে

করোনাভাইরাস বাতাসে আটকে থাকে না। আপনার আশেপাশে যদি কোন মানুষ না থাকে, তবে সেখানে আপনি সতর্কতার সঙ্গে হাঁটতে পারেন। আপনার বাসায় যদি ছাদ থাকে, তবে সেখানে আপনি দিনের কিছুটা সময় একা বা একই বাসায় বসবাস করা করোনা আক্রান্ত নয় এমন সদস্যদের সঙ্গে সময় কাটাতে পারেন। যারা শহরের বাইরে অপেক্ষাকৃত খোলামেলা জায়গায় থাকেন, গ্রামে থাকেন, তারা অন্য মানুষের সংস্পর্শ এড়িয়ে একটু হাঁটাচলা করতে পারেন। করোনাভাইরাসের কারণে একদম ঘরে বসে থেকে ডায়াবেটিস বা হৃদরোগ বাড়িয়ে নিজের দীর্ঘমেয়াদি ক্ষতি করবেন না।

ভুল ৯: করোনাভাইরাস শুধু বিশেষ ধর্মের মানুষকে আক্রান্ত করে

না । এমন কোন প্রমাণ পাওয়া যায়নি। আমেরিকা, সৌদি আরব, ইরান, ভারত, যুক্তরাজ্য, চীন, রাশিয়া নানা ধর্মের, নানা বর্ণের, সব ধরণের মানুষকেই করোনাভাইরাস আক্রান্ত করছে। সুতরাং আপনি বিশেষ কোন ধর্মের এবং অন্য ধর্মের মানুষদের জন্য করোনাভাইরাস আজাব হিসেবে নাজিল হয়নি। তবে ধার্মিক যারা, তারা ধর্মপালন করতে পারেন মনের শান্তির জন্য। মানসিকভাবে দৃঢ় থাকলে শারীরিক প্রতিরোধ সহজ হয়, এটি প্রমাণিত। তাছাড়া ধর্মগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দেয়। যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওযু করবেন, তিনি স্বাভাবিকভাবেই ভাইরাসে কম আক্রান্ত হবেন, এটি যৌক্তিক।

ভুল ১০: হাতমোজা বা গ্লাভস ব্যবহার করা জরুরি

হাতমোজা বা গ্লাভস ব্যবহার করলে ভাইরাস থেকে মুক্ত তো থাকা যায়ই না, বরং ভাইরাস উল্টো গ্লাভসে লেগে থেকে আপনার মুখ, নাক বা চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। তাই যারা নিয়মিত কাজের জন্য গ্লাভস ব্যবহার করেন, যেমন ডাক্তার, নার্স, ব্যাংকার কিংবা সুইপার, সেলসম্যান, তারা ছাড়া অন্যরা করোনাভাইরাস থেকে বাঁচার জন্য গ্লাভস ব্যবহার করা জরুরি নয়।

ভুল ১১: করোনাভাইরাসের ভ্যাক্সিন পাওয়া সময়ে ব্যাপার মাত্র

দুঃখিত। জনস্বাস্থ্য সম্পর্কে যতটা জানি, তাতে করোনাভাইরাসের এই নির্দিষ্ট রোগ কোভিড-১৯ এর ভ্যাক্সিন আপনার, আমার মতো সাধারণ মানুষের হাতে পৌঁছাতে আরও বহু দেরী। এখনও প্রাণীর উপর সফল পরীক্ষা সম্পন্ন হয়নি। সেখানে মানুষের উপর পরীক্ষা সম্পন্ন হয়ে সকল দেশের, সকল মানুষের কাছে এই ভ্যাক্সিন পৌঁছাতে দেরী আছে অনেক।

কিন্তু কিছু ধারণা এখনও পুরোপুরি ঠিক। চলুন সংক্ষেপে চোখ বুলিয়ে নেওয়া যাক-

সঠিক তথ্য ১: নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, ৬ ফিট দূরত্বে থাকতে হবে

যেহেতু করোনাভাইরাসের কোন প্রতিষেধক নেই, সুতরাং এখন পর্যন্ত প্রধান রক্ষাকবচ শারীরিক দূরত্ব বজায় রাখা। আপনার চারপাশে ন্যূনতম ৬ ফিটের মধ্যে যাতে কেউ না আসে বা না থাকে। কথা বলার সময়ে বা চলাচলের সময়ে ৬ ফিট দূরত্ব বজায় রাখুন। আমাদের অনেকের উচ্চস্বরে কথা বলার অভ্যাস, দয়া করে নিচু স্বরে কথা বলুন, কারণ উচ্চস্বরে কথা বললে থুতু, কাশি, কফ ৬ ফিট দূরত্ব পার হয়ে সুস্থ মানুষকে আক্রান্ত করতে পারে।

সঠিক তথ্য ২: কাপড়ের মাস্ক ব্যবহার করুন, নিয়মিত ধুয়ে নিন

আপনি যদি আমার মতো সাধারণ মধ্যবিত্ত বাংলাদেশি হন, তবে তিন স্তরের কাপড়ে তৈরি কয়েকটি মাস্ক কিনে বা বানিয়ে নিন। নিয়ম করে ব্যবহার করুন এবং নিয়মিত ধুয়ে নিন। মাস্ক পরলে আপনার হাঁচি, কাশি, সর্দি অন্য মানুষের শরীরে প্রবেশ করতে পারবে না। তাই যত মানুষ মাস্ক পরবে, ততই একে অন্যকে আক্রান্ত করবার সম্ভাবনা কমতে থাকবে। অন্য মাস্ক ব্যবহার করলে সেগুলো একবার ব্যবহারের পর ফেলে দিন।

সঠিক তথ্য ৩: প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধুয়ে নিন

সারাক্ষণ সাবান দিয়ে হাত ধোবার দরকার নেই। যখন আপনার মনে হবে আপনি এমন কিছু স্পর্শ করেছেন যাতে অন্য মানুষের সংস্পর্শ থাকতে পারে, তখনই হাত ধুয়ে নিন। ধরুন আপনি বাসায় বসে টিভি দেখছেন ৩০ মিনিট ধরে, তাহলে ৩১ মিনিটের মাথায় যেয়ে সাবান দিয়ে হাত ধোবার কোনই যুক্তি নেই। কিন্তু এর মধ্যে যদি আপনি দরজা খুলে ড্রাইভারের কাছ থেকে গাড়ির চাবি বুঝে নেন, তবে অবশ্যই যেকোনো সাবান দিয়ে হাত ধুয়ে নিন। সাবানে ফেনা উঠলেই হলো, দামী বা সুগন্ধি হওয়া জরুরি না।

সঠিক তথ্য ৪: বয়স্ক অথবা বিভিন্ন শারীরিক জটিলতা আছে এমন মানুষের মৃত্যু ঝুঁকি বেশি

যেকোনো বয়সের মানুষ করোনায় আক্রান্ত হতে পারে, কিন্তু বেশি বয়সি মানুষের আক্রান্ত হবার সম্ভাবনা বেশি। মৃত্যু ঝুঁকিও বয়স্ক মানুষের বেশি। তবে উন্নত বিশ্বে প্রথমদিকে যেখানে ৭০’র বেশি বয়সের মানুষই অধিকহারে মৃত্যুবরণ করছিলেন, সেখানে বাংলাদেশের মতো দেশে ৪০ বছর বয়সী অনেকেও মৃত্যুবরণ করছেন। এর কারণ হচ্ছে উন্নত বিশ্বে যেখানে ডায়াবেটিস, হৃদরোগ, ফুসফুস, যকৃত, ইত্যাদির সংক্রমণ হতে গড়ে ৬০ বছর লেগে যায় সেখানে দক্ষিণ এশিয়ায় ৪০ এর পর থেকেই এসবে আক্রান্ত হতে শুরু করেন।

যুক্তরাজ্যের ডাক্তার সালমা হাসান জানালেন, “স্বাভাবিক সময়েও আমাদের এখানে কোন রোগী যদি সাউথ এশিয়ান হন, তাকে অন্যদের চাইতে বেশি ঝুঁকিপূর্ণ রোগী হিসেবে চিহ্নিত করা হয়।”

ঠিক একইভাবে নিউ ইয়র্কে বা টরোন্টো, লন্ডনে মৃত্যুবরণ করা অনেক মাঝারি বয়সের মানুষই দেখবেন অভিবাসী ছিল। মোদ্দা কথা হচ্ছে, আপনি যদি ডায়াবেটিস, হৃদরোগ, ফুসফুস ইত্যাদির রোগে ভোগেন এবং আপনার ওজন বেশি হয়, তাহলে করোনায় আপনাকে অন্যদের চাইতে বেশি সতর্ক থাকতে হবে।

সঠিক তথ্য ৫: মানসিক স্বাস্থ্যের উপর জোর দিতে হবে

আপনি বিশ্বাস করুন বা নাই করুন, সারাবিশ্বে করোনার প্রকোপ ধীরে ধীরে কমছে। মহামারির গতি-প্রকৃতি নির্ধারণের জন্য বিশেষ ব্যাখ্যা বা গ্রাফ ব্যবহার করা হয়, যেটি ওয়ার্ল্ডমিটারে গেলে আপনি দেখতে পাবেন না। কিন্তু এই করোনাভাইরাসের সংক্রমণ স্থায়ীভাবে সমগ্র বিশ্বে মানুষের মনে একটা নেতিবাচক প্রভাব ফেলে দিয়েছে। তাই শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে মানসিক সুস্থতায় গুরুত্ব দিন। ভালো ও বিশ্বাসযোগ্য খবর পড়ুন। নিজে যেকোনো তথ্য যাচাই করুন। টিভিতে খবর কম দেখবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অহেতুক গুজব এড়িয়ে চলবেন। শারীরিক দূরত্ব বজায় রাখুন, সামাজিক দূরত্ব নয়। ফোন, ইমেইল, মেসেজের মাধ্যমে প্রিয়জনের খবর নিন।

দয়া করে মনে রাখবেন, এখন পর্যন্ত গত ২০ বছরে আবির্ভূত ৭ ধরণের করোনাভাইরাসের মধ্যে সার্স ও মার্স ছাড়া কোনটিই নির্মূল হয়নি। ঘুরে ফিরে বাকি ৪টি করোনাভাইরাস মানুষকে আক্রান্ত করে, জ্বর, সর্দি, কাশি হতেই থাকে। করোনাভাইরাসে সৃষ্ট জ্বরের জন্য উন্নত বিশ্বে প্রতিবছর ‘ফ্লু-শট’ নিতে হয়।

সুতরাং এই করোনাভাইরাস সহসাই নির্মূল হবে না। পৃথিবীর ন্যূনতম ৮০ শতাংশ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হবার আগে পর্যন্ত এর থেকে মুক্তি নেই। সুতরাং ভয়ে আধমরা হয়ে যাবেন না। মনে রাখবেন শুধুমাত্র টেস্ট করা মানুষদের মধ্যে ৭২ লাখ করোনায় আক্রান্ত হলেও, টেস্ট হয়নি এমন আরও কোটি কোটি মানুষ ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন এবং বেশিরভাগ মানুষ সুস্থও হয়ে গেছেন।

প্রিয় পাঠক, করোনা নিয়ে যখনই গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য তথ্য পাব, সারাবাংলায় আপনাদের সঙ্গে শেয়ার করব। গত ৩ মাসে আমার লেখাকে আপনারা যেভাবে গ্রহণ করেছেন, তার পরিপ্রেক্ষিতে মনে হয়েছে, আজকের দিনটিতে এসে কোন তথ্যগুলো গ্রহণ করতে হবে, এবং কোনগুলো বর্জন করতে হবে, তা আপনাদের জানানো জরুরি। এর মধ্যে কোনটি যদি আবার ভুল প্রমাণিত হয়, জানিয়ে দেব। অথবা নতুন তথ্যে জানতে পারলেও শেয়ার করতে ভুল করব না।

সঠিক তথ্য জেনে, মেনে ও জানিয়ে ভালো থাকুন প্রিয় মানুষের সঙ্গে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা বিদায় নিয়েছেন, তাদের জন্য দোয়া করছি সবসময়। ভালো থাকবেন।

লেখক: সোশ্যাল এন্ড বিহেভিয়ারাল হেলথ সায়েন্টিস্ট, ডক্টরাল রিসার্চার, ইউনিভার্সিটি অফ টরোন্টো

করোনা করোনাভাইরাস

বিজ্ঞাপন

চোট কাটিয়ে বিপিএলে ফিরছেন সৌম্য
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:৩১

৩৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:১৮

আরো

সম্পর্কিত খবর