Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব কলেজই কি তবে বিশ্ববিদ্যালয় হয়ে যাবে?

আমিনুল ইসলাম লিমন
২২ নভেম্বর ২০২৪ ১১:০৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১২:৪৪

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজকে নিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ছবি: হাবিবুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি কলেজকে নিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন এসকল কলেজের শিক্ষার্থীরা। তারা ঘোষণা দিয়েছেন, স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শিক্ষার্থী প্রতিনিধি রেখে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন না করা হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।সর্বশেষ সংযোজন হিসাবে রোববার ও সোমবার তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাত কলেজের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এরপর কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবি তোলে ঢাকার সরকারি তিতুমীর কলেজও। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা কলেজের সম্মুখের রাস্তা ১৮ নভেম্বর বন্ধ করে দেয় এবং তেজগাঁওয়ে ট্রেন থামানোর চেষ্টা করে ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করে শিশু ও নারীসহ বহু মানুষকে আহত করেছে।

এর আগে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে এই সাতটি সরকারি কলেজ দেখভালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পুরোপুরি আলাদা একটি প্রশাসনিক ব্যবস্থা থাকবে। সেখানে আলাদা রেজিস্ট্রারসহ অন্য কর্মকর্তা-কর্মচারী থাকবেন। তবে এ কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকবে।

একটি সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা নিয়ে নিচের প্রশ্নগুলো করা যেতে পারে-

এক. তিতুমীর কলেজকে কেন বিশ্ববিদ্যালয় বানাতে হবে, বাংলাদেশে কি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক কম?
দুই. আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দেশকে কী দিচ্ছে?
তিন. আমাদের কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর না করাই কি শিক্ষার বড় সমস্যা?
চার. কলেজকে বিশ্ববিদ্যালয় বানানোর সঙ্গে সাধারণ মানুষের, রিকশা, বাসযাত্রী ও ট্রেনের যাত্রীদের হেনস্তা করা, রক্তাক্ত করার মধ্যে কী সম্পর্ক রয়েছে?
পাঁচ. একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা বা দেশে কয়টি বিশ্ববিদ্যালয় থাকবে সেই সিদ্ধান্ত কি শিক্ষার্থীরা নেবে নাকি পলিসি মেকাররা নেবে?
ছয়. কিছু শিক্ষার্থী এ ধরনের দাবি করতেই পারে কিন্তু দাবি আদায়ের পথ কি ওই একটাই, সাধারণ মানুষকে জিম্মি করা আর কষ্ট দেওয়া?

দেশের বিশ্ববিদ্যালয় কলেজ বা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সাধারণ মানুষের ধারণা বা পারসেপশন কী? ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কলেজ! এর আশপাশের যত দোকানদার ফুটপাত থেকে স্বর্ণের দোকান—সব ধরনের দোকান থেকেই একদল শিক্ষার্থী নিয়মিত চাঁদা তোলে। কথায় কথায় দোকানদার, পথচারী, বাস, রিকশা সব ধরনের যানবাহনের ক্ষতি করা, চালকদের পান থেকে চুন খসলে শারীরিকভাবে নির্যাতন করা, যানবাহন ভেঙে ফেলা, রিকশাওয়ালাদের ভাড়া না দেওয়া—সাধারণ মানুষের কাছে শিক্ষার্থীদের এই পরিচয়। তারা বরং চায় তাদের আশপাশে এ জাতীয় কোনও প্রতিষ্ঠান না থাকুক।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের লোগো। ছবি: সংগৃহীত

সচেতন ও শিক্ষিত সমাজের কাছে আমাদের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী বা এগুলোর মূল্যায়ন কী? অধিকাংশ ক্ষেত্রেই আমাদের উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এক ধরনের বেকার ও কর্মবিমুখ জনগোষ্ঠী তৈরির কারখানা। অশিক্ষিত বেকার একটা কিছু করে খেতে পারে কিন্তু শিক্ষিত বেকারদের অবস্থা ভয়ানক! তারা নিজেরা কোনও কাজ করবে না, কারণ এক-দুটি সার্টিফিকেট আছে। তারা বাবা-মা, আত্মীয়-স্বজন তথা সমাজের ওপর বোঝা হয়ে থাকে বছরের পর বছর। সাধারণ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো ছাত্ররাজনীতি, পেশিশক্তির মহড়া আর শিক্ষক রাজনীতির জাঁতাকলে পড়ে কী ধরনের শিক্ষার্থী উৎপাদন করছে তা পুরো জাতি জানে। সেখানে এরই মধ্যে সরকারি-বেসরকারি মিলে দুইশর কাছাকাছি। আরও নতুন নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় তথা সার্টিফিকেট বিক্রির দোকান অনুমোদন পাচ্ছে। আর জেলায় জেলায় উর্বর জমি নষ্ট করে নতুন নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরির মহাপরিকল্পনায় মত্ত ছিল পূর্ববর্তী পতিত সরকার। তারা বিশ্ববিদ্যালয়ের ধারণাই পাল্টে দিয়েছিল। একটি বিশ্ববিদ্যালয় হবে একটি বিশাল গবেষণাগার, জ্ঞানের আধার যেখানে বিচরণ করবেন দেশের প্রকৃত জ্ঞানী ও গুণীরা। তারা দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো লোক তৈরি করবে, বিজ্ঞানী তৈরি করবে। অথচ পতিত সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের সব ধরনের দুষ্কর্মের পকেট হিসেবে, তাদের পেটোয়া বাহিনী এবং লাঠিয়াল বাহিনী তৈরির কারখানা এবং আজ্ঞাবহ কিছু শিক্ষকদের মাধ্যমে দেশের সর্বত্র নিয়ন্ত্রণ নেয়ার জন্য এ পরিকল্পনা করেছে। দেশ এসব অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কীভাবে এসবের সমাধান করা যায়। তার মধ্যে আবার কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে এবং সেজন্য মানুষকে শাস্তি দিতে হবে, কষ্ট দিতে হবে। এ কেমনতর খেলা!

আমাদের বিশেষায়িত উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে কী দেখতে পাই? প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা আমাদের মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সবারই আশা থাকে তারা দেশকে অনেক কিছু দেবে, আর তাই দরিদ্র জনগণের করের টাকায় সরকার অনেক অর্থ ব্যয় করে ডাক্তার, ইঞ্জিনিয়ার আর কৃষিবিদ তৈরির জন্য। কিন্তু বিনিময়ে আমরা কী পাই? যেকোনও রোগের জন্য যাদের একটু সামর্থ্য আছে তারা, আর রোগ একটু জটিল হলে সহায় সম্পদ বিক্রি করে চিকিৎসার জন্য সবাই ভারতের ডাক্তারদের কাছে দৌড়ায়। দেশী ডাক্তারদের ওপর কেউ আস্থা রাখতে পারছে না। আর যাদের টাকা-পয়সা একটু বেশি, তারা হয় থাইল্যান্ড না হয় সিঙ্গাপুরে যায় চিকিৎসার জন্য। তাহলে এত অর্থ ব্যয় করে ডাক্তার বানানোর কী দরকার?

আমরা অনেক প্রকৌশলী তৈরি করছি কিন্তু দেশের ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভার বানানোর জন্য চীন অথবা জাপানের প্রকৌশলীদের সাহায্য নিতে হয়। দেশের ইঞ্জিনিয়াররা তাদের অর্জিত জ্ঞান জলাঞ্জলি দিয়ে সরকারি কেরানি হওয়ার প্রতিযোগিতায় নেমে পড়ে। একইভাবে কৃষিপ্রধান দেশে বিশ্ববিদ্যালয় থেকে পাস করা কৃষিবিদদের অনেক অবদান রাখার কথা, অথচ তারা হচ্ছে ব্যাংকার না হয় পুলিশ। এই হচ্ছে বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটদের অবস্থা। আর সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বেকার তৈরির প্রতিষ্ঠান ছাড়া তেমন কিছু নয়। তাদের বিশ্ববিদ্যালয়ের তকমা দিয়ে জাতির কি উপকার হবে? শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবেই-বা কী উপকার হবে? অভিভাবকরা কি অতিরিক্ত কোনও সুবিধা পাবেন?

দেশে সরকারি চাকরির সংখ্যা অত্যন্ত সীমিত! সেটি যে হারে গ্র্যাজুয়েট বের হচ্ছে তার কাছে নস্যি মাত্র। চাকরি করতে হবে হয় বেসরকারি কোনও উদ্যোক্তার প্রতিষ্ঠানে কিংবা বিদেশী বা আন্তর্জাতিক কোনও প্রতিষ্ঠানে। এসব প্রতিষ্ঠানে কাজ করতে হলেও তো প্র্যাকটিক্যাল কিছু স্কিল অর্জন করতে হয়। আমাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো সেগুলোর ধারেকাছেও নেই, কিছু থিউরি পড়ানো ছাড়া, তাও হয়তো কয়েক হাজার শিক্ষার্থীর মধ্যে হাতেগোনা কয়েকজন নিজ বিষয় সম্পর্কে ভালোভাবে কিছু বলতে পারেন। ফলে যেটি হচ্ছে, কাজের জন্য আমাদের দেশের ও বিদেশের প্রতিষ্ঠানগুলো বাধ্য হয়ে পার্শ্ববর্তী দেশগুলো থেকে কর্মী ও কর্মকর্তা নিয়ে আসছে, কারণ তাদের মধ্যে কাঙ্ক্ষিত যোগ্যতা রয়েছে। আর আমরা প্রডাকশন দিচ্ছি বেকারের! এ বাস্তবতায় একটি কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার মধ্যে জনস্বার্থবিরোধী কাজ এ দেশের শিক্ষার্থীরা আর কতদিন করবে? তাদের তো দেশের প্রতি একটি দায়িত্ববোধ রয়েছে। দায়িত্ব না হয় পালন না-ই করল, কিন্তু মানুষকে এভাবে নিজেদের স্বার্থের জন্য কিংবা যৌক্তিক কোনও কারণ ছাড়াই কতকাল কষ্ট দেবে?

একটি সিটিতে জনসংখ্যা ও যানবাহন অনুযায়ী ২৫ শতাংশ রাস্তা থাকতে হয়, সেখানে ঢাকায় আছে ৭ শতাংশ। অর্থাৎ এমনিতেই সাধারণ অবস্থায় যানবাহনের জট লেগে থাকবেই এবং আছেও। প্রতিদিন মানুষের লাখ লাখ কর্মঘণ্টা এমনিতেই নষ্ট হচ্ছে। সেখানে কলেজকে বিশ্ববিদ্যালয় বানানোর জন্য সেই ‘মড়ার উপর খাঁড়ার ঘা’-এর মতো রাস্তাঘাট বন্ধ করে দেওয়া কিসের স্বার্থে? কাদের স্বার্থে? কাদের প্ররোচনায়? শিক্ষা ক্ষেত্রেই অন্তর্বর্তীকালীন সরকারের বহু কিছু করণীয় আছে। আসল জায়গাগুলোয়ই তারা এখনও হাত দিতে পারেনি, সম্ভবও নয়। সেখানে তাদের অতিরিক্ত চিন্তায় ফেলে দেওয়া অর্থাৎ কলেজকে বিশ্ববিদ্যালয় বানানো তো এ সরকারের কাজ নয়। যেসব শিক্ষার্থী এ বিষয়গুলো না বোঝে তারা কিসের শিক্ষার্থী? কিসের গ্র্যাজুয়েট? শিক্ষিত মানে তো একটি সার্টিফিকেট নয়, শিক্ষিত মানে হচ্ছে দেশ, জাতি, পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন থাকা, অবগত হওয়া।

দেশের সাধারণ মানুষের ওপর অত্যাচার করে রাষ্ট্রযন্ত্র, পুলিশ, বিভিন্ন বাহিনী, রাষ্ট্রীয় কর্মকর্তা-কর্মচারী, দ্রব্যমূল্য আর কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ যে যে বিষয়েই পড়াশোনা করুক না কেন তাদের মূল শিক্ষা হবে দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, দেশকে ব্যক্তি পর্যায় থেকে সামষ্টিকভাবে উন্নয়নের দিকে এগিয়ে নেয়ার প্রচেষ্টা। তাই দেশের মানুষকে শিক্ষিত হতে হবে এবং সমাজ ও রাষ্ট্র সেই দায়িত্ব পালন করবে। আমরা দেখতে পাচ্ছি, সমাজ ও রাষ্ট্র শিক্ষার্থীদের লালন করছে সমাজ ও মানুষকে উৎপীড়ন করার জন্য। আর কতকাল এ খেলা চলবে?

শিক্ষার্থীদের যদি কোনও কারণে আন্দোলন করতেই হয় সেটি হতে হবে অত্যন্ত শান্তিপূর্ণ, অত্যন্ত যুক্তিসংগত। তারা কোনও বিষয়ে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জনগণকে সচেতন করতে পারে, জনগণের মতামত নিতে পারে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার চালাতে পারে কেন তারা কোনও একটি বিষয় চাচ্ছে। তারপর সড়কের পাশে, প্রেস ক্লাবের সামনে তাদের দাবির কথা জানাতে পারে। পরে শিক্ষার্থীদের প্রতিনিধি দল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যেতে পারে। এভাবে সবকিছু নিয়মতান্ত্রিক হতে হবে, কোনওভাবেই তাদের দাবি-দাওয়া আদায় যাতে সাধারণ মানুষের কষ্টের কারণ না হয়। কারণ মানুষ এমনিতেই বিভিন্ন ধরনের উৎপীড়নের মধ্যে আছে। তারমধ্যে আবার শিক্ষার্থীদের উৎপীড়ন!

এ দেশের সাধারণ মানুষ কি সারা জীবনই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাবে? রাস্তায় নামলে গন্তব্যে পৌঁছা তাদের অনিশ্চিত, তাদের জীবন হুমকির মুখে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাদের জীবনে নাভিশ্বাস উঠিয়ে ফেলছে। তার মধ্যে তাদের যেকোনও ধরনের উটকো ঝামেলায় ফেলার অধিকার কারওরই নেই। আমাদের উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যত তাড়াতাড়ি বিষয়গুলো বুঝবে, দেশের জন্য ততই মঙ্গল।

লেখক: গবেষক ও কলাম লেখক

সারাবাংলা/এসবিডিই

অধিভুক্ত সাত কলেজ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর