Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষিপণ্যের সর্বনিম্ন মূল্য নির্ধারণ বাস্তবায়নযোগ্য কি?

ড. মিহির কুমার রায়
১৯ মার্চ ২০২৪ ১৪:২২

কৃষিপণ্যের সর্বনিম্ন ও যৌক্তিক মূল্য নির্ধারণ করে থাকে কৃষি বিপণন অধিদপ্তর। সে ক্ষমতাবলে সম্প্রতি মাছ-মাংস, খেজুর, বিভিন্ন সবজিসহ মোট ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে সরকারের এ সংস্থা। যদিও কেউ তা না মানলে কোনো ধরনের শাস্তি দেয়ার ক্ষমতা নেই কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের। কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী, তদারকির মাধ্যমে তারা কেবল অভিযোগ দায়ের করতে পারেন। তখন দ্বারস্থ হতে হয় প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের। সংস্থাটি থেকে তাই বিভিন্ন সময় কৃষিপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেয়া হলেও মাঠ পর্যায়ে বাস্তবায়ন হতে দেখা যায় না।

বিজ্ঞাপন

বাজারসংশ্লিষ্টরা বলছেন, বাজারে বিভিন্ন সময় দাম নির্ধারণ করে দেয়া হলেও বাস্তবায়নকারী বা তদারকি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে তা আর বাস্তবায়ন হয় না। এক সংস্থা আরেক সংস্থার ওপর দায় চাপিয়ে দেয়। এক্ষেত্রে বাজারসংশ্লিষ্ট সংস্থাগুলোকে একই ছাতার নিচে এনে তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া জরুরি বলে মনে করছেন তারা। কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি মনে করেন, ‘আমাদের দেশে বাজার তদারকির ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের সঙ্গে আরেকটি প্রতিষ্ঠানের দৃশ্যমান সমন্বয় নেই। যদিও মাঠ পর্যায়ে জেলা প্রশাসন সমন্বয় করার কথা ছিল। কিন্তু তা আমরা দেখছি না। সমন্বয় না থাকলে কোনো কাজেই ফল আসে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিচ্ছিন্নভাবে কাজ করছে। এতে কাউকে জরিমানা করলে তার ফলোআপ কেউ করছে না। আইনের প্রয়োগও যথাযথ হচ্ছে না। কারণ আইনে বলা হয়েছে, একই ব্যক্তি একাধিকবার অপরাধ করলে তার শাস্তিও বেশি হবে। সমন্বয়হীনতা এখন বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।’

বিজ্ঞাপন

কৃষি বিপণন অধিদপ্তর সম্প্রতি ২৯টি পণ্যের উৎপাদন খরচ, উৎপাদক পর্যায়ে সর্বোচ্চ দাম, পাইকারি বাজারে ও ভোক্তা পর্যায়ে খুচরা দাম কত হবে তা নির্ধারণ করে দেয়। যদিও নির্ধারিত এ দামে বাজারে পণ্য পাচ্ছেন না ক্রেতারা। অনেক পণ্যের ক্ষেত্রেই বড় ধরনের অসামঞ্জস্য। সংস্থাটির হিসাবে প্রতি কেজি ব্রয়লারের উৎপাদন খরচ ধরা হয়েছে ১৪৬ টাকা। সে অনুযায়ী খুচরা পর্যায়ে মূল্য নির্ধারণ করে দেয়া হয় ১৭৫ টাকা। যদিও রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকায়। এছাড়া খুচরা পর্যায়ে প্রতি কেজি গরুর মাংস ৬৬৪, ছাগলের মাংস ১ হাজার ৩ ও সোনালি মুরগি ২৬২ টাকা দাম বেঁধে দেয়া হয়। যদিও রাজধানীর খুচরা বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকা, ছাগল বা খাসি ১০০০-১১০০ ও সোনালি মুরগি ৩২০-৩৫০ টাকায়। এছাড়া প্রতি পিস ডিমের দাম সাড়ে ১০ টাকা ধরা হলেও বিক্রেতারা রাখছেন সাড়ে ১১ টাকা করে।

পণ্যের দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রতিফলন না থাকার বিষয়ে জানতে চাইলে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘আমরা যে আইনের ভিত্তিতে দাম নির্ধারণ করে দিয়েছি বাজারে তার ব্যত্যয় ঘটলে মোবাইল কোর্টের মাধ্যমে বিচার করতে হবে। কেননা কৃষি বিপণন অধিদপ্তর শাস্তি দিতে পারে না। আমরা শুধু অভিযোগ দিতে পারি। তার প্রমাণাদির ভিত্তিতে মোবাইল কোর্ট শাস্তি দেন। মোবাইল কোর্টে মামলা করার যে পদ্ধতি তার মাধ্যমে সংক্ষিপ্ত আকারে অভিযোগ দেয়া হয় এবং তারপর দুই পক্ষের কথা শুনে বিচার করা হয়।’

কৃষি বিপণন আইন ২০১৮-এর ৪ (ঝ) ধারায় বলা হয়েছে, সংস্থাটি কৃষিপণ্যের সর্বনিম্ন ও যৌক্তিক মূল্য নির্ধারণ এবং বাস্তবায়ন করতে পারবে। এ আইন বাস্তবায়নে বাধা দূর করতে সর্বোচ্চ এক বছরের কারাদন্ড অথবা ১ লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান রয়েছে। যদিও আইন অনুযায়ী কাউকে শান্তি দিতে হলে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিচার করতে হবে। এক্ষেত্রে আইনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধিতে যাই থাকুক, কোনো প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আইনের অধীন দন্ড আরোপ করতে পারবেন।নিজেদের বেশকিছু সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে তিনিবলেন, ‘আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা জনবল সংকট। সারা দেশে সব মিলিয়ে ৫০০-এর মতো জনবল রয়েছে। এর মধ্যে মাঠ পর্যায়ে কাজ করতে পারেন প্রতি জেলায় এমন আছেন কেবল দুই-তিনজন করে। আইনি সীমাবদ্ধতা তো রয়েছেই। তাই আমাদের অন্যের ওপর নির্ভর করতে হয়। নিজস্ব ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা নেই। আমরা এর আগে এ বিষয়ে আবেদনও করেছিলাম। কিন্তু জনবল কাঠামো অনুসারে তা দেয়া সম্ভব হয়নি। কারণ আমাদের কর্মকর্তাদের মধ্যে প্রথম শ্রেণীর কর্মকর্তা আছেন হাতে গোনা কয়েকজন।’ দাম নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাঠ পর্যায় থেকে বৈজ্ঞানিক ভিত্তিতে তথ্য সংগ্রহের মাধ্যমে ২৯টি পণ্যের উৎপাদন খরচ ও যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে। মাঠ পর্যায়ে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মীরা নির্ধারিত ফর্মুলা অনুযায়ী এ তথ্য সংগ্রহ করেন। এক্ষেত্রে অন্যান্য সরকারি সংস্থারও সহায়তা নেয়া হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থার আগে আমরা ব্যবসায়ীদের কাছে মোটিভেশনাল কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সদ্যই দাম নির্ধারণ করা হয়েছে। এটা বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব এজেন্সিরই দায়িত্ব রয়েছে। আমাদেরও দায়িত্ব রয়েছে। আমাদের অংশের বিষয়ে আমরা যথেষ্ট সচেতন রয়েছি। এ মূল্য বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। কারণ মাত্রই দাম নির্ধারণ করা হয়েছে।’

ডিম, পেঁয়াজ ও আলুর দাম বাডার পর গত বছরের ১৪ সেপ্টেম্বর সরকার দাম নির্ধারণ করে দিয়েছিল। তবে বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে সরকারি বিভিন্ন সংস্থা অভিযান চালিয়েও ওই দাম কার্যকর করতে পারেনি। রোজার আগে ভোজ্যতেল, চিনিসহ বেশ কয়েকটি পণ্যের দাম বেঁধে দেয় সরকার। এরপর দেশের বিভিন্ন পাইকারি বাজার, পরিশোধন কিংবা মোড়কজাতকারী মিলগুলোয় অভিযান চালায় ভোক্তা অধিকারসহ সরকারি বিভিন্ন সংস্থা। আমদানি মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি কিংবা মজুদ বেশি রাখায় জরিমানাও করা হয়। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম স্তিমিত হয়ে এলে বাজারে এর প্রভাব কমে আসে। রোজা শুরুর পর থেকে ফের বাড়তে শুরু করেছে ভোগ্যপণ্যের দাম। ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে চাহিদার সঙ্গে জোগানের অসামঞ্জস্য, উৎসমুখ থেকে বাড়তি দামে পণ্য কেনার কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে। তাদের দাবি, বিদ্যুতের দাম বৃদ্ধিসহ মুদ্রাস্ফীতির কারণে পণ্যের দাম বাড়ছে। মোকাম থেকে বাড়তি মূল্যে কেনার কারণে চাইলেও সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি করা যাচ্ছে না। কৃষি বিপণন অধিদপ্তরের পণ্যের দাম নির্ধারণ পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, আমদানি, উৎপাদন খরচ কিংবা চাহিদা অনুপাতে জোগানের ওপর দাম নির্ভর করে। সবকিছু বাড়তি মূল্যের এ সময়ে সরকারিভাবে যে দাম নির্ধারণ করা হচ্ছে সেখানে অপ্রকাশিত খরচগুলো যুক্ত করা হয় না। ফলে বিভিন্ন সময়ে দাম নির্ধারণ সত্ত্বেও বাজারে এর প্রভাব পড়ছে না।

জানতে চাইলে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, ‘বাজার তার নিজস্ব গতিতে চলে। এটা ঠিক, কিছু কিছু ব্যবসায়ী খুচরা পর্যায়ে বাড়তি মূল্যে পণ্য বিক্রির চেষ্টা করে। কিন্তু একটা দেশে সার্বিকভাবে যদি পণ্যের দাম বেড়ে যায় তবে বুঝতে হবে উৎপাদন, আমদানি কিংবা সরবরাহ চ্যানেলে কোনো সংকট রয়েছে। প্রশাসন বাজার নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ নিয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরও অনেকগুলো পণ্যের দাম নির্ধারণ করেছে। কিন্তু সার্বিক মুদ্রাস্ফীতি, ডলার ও এলসি সংকটে আমদানি প্রক্রিয়ায় সংকটের কারণে বাজারের ঊর্ধ্বমুখিতাকে নিম্নমুখী করা সম্ভব হচ্ছে না।’ সরকারের তদারকি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে বাজারে নির্ধারিত দামে পণ্য পাওয়া যায় না বলে মনে করেন সাবেক খাদ্য সচিব এবং তিনি বলেন, ‘দাম নির্ধারণ করে দেয়া অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু আগের অভিজ্ঞতা অনুযায়ী এসব বাস্তবায়ন হতে দেখা যায়নি। সরকারের তদারকি সংস্থাগুলোর মধ্যে রয়েছে সমন্বয়হীনতা। এক পক্ষ আরেক পক্ষের ওপর দায় চাপিয়ে দেয়। ফলে এসব উদ্যোগ ভালো হলেও তার বাস্তবায়ন দেখা যায় না। আগে তদারকি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন। এক্ষেত্রে কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটি টিম গঠন করে তদারকির ব্যবস্থা করতে হবে। তা না হলে বড় বড় উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হবে না।’

সরকারের ১১টি সংস্থা মূলত পণ্যের বাজার মনিটরিং করে। সেগুলো হলো ভোক্তা অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), সিটি করপোরেশন, প্রতিযোগিতা কমিশন, ট্যারিফ কমিশন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। দ্রব্যমূল্য বেড়ে গেলে কিংবা রোজার সময় সংস্থাগুলো যে যার মতো উদ্যোগ নেয়। তবে বিচ্ছিন্ন এ কাজে বাজারে তেমন প্রভাব পড়ে না।এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘কৃষি বিপণন অধিদপ্তর মূল্য নির্ধারণ করে দিয়েছে, তার বাস্তবায়নও কিন্তু তাদের ওপরই বর্তায়। এখন এ মূল্য বাস্তবায়নে তারা ম্যাজিস্ট্রেটের সহায়তা চাইছে কিনা সেটা দেখার বিষয়।’বাজার তদারকি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুবই নগণ্য একটি অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের কাজের অনেক ব্যাপকতা রয়েছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচুর কার্যক্রম রয়েছে। এর বাইরে ভোক্তার বহু অভিযোগ থাকে, তার বিচারপ্রক্রিয়া পরিচালনা করি। এছাড়া বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য, নকল পণ্য এসবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। সঙ্গে নিয়মিত বাজার তদারকিও চলছে।

অতীতের মতো এবারও সিন্ডিকেটের কারসাজিতে দাম বেড়ে যাচ্ছে সব ভোগ্যপণ্যের। এতে সরকারের নানামুখী সুবিধার ফায়দা নিচ্ছে তারা। ফলে সরকারের বহুমুখী সুবিধার সুফল পাচ্ছে না সাধারাণ মানুষ। সাধারণ মানুষের মনে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। সাধারণ জনগণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বাজারে গেলেই শোনা যায় সরকারের প্রতি তির্যকপূর্ণ মতামত। সরকার মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সিন্ডিকেটের নিকট জিম্মি– এমনটি অুনমান করা হয়।দেশের মানুষকে ভালো রাখতে হলে, নিরাপদ করতে চাইলে বাজার নিয়ন্ত্রণের বিষয়টি খুব জরুরি। বাংলাদেশে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, নিশ্চিতভাবেই ভয়াবহ সংকটে পড়বে মানুষ। সার্বিক বিশ্লষণে এক কথায় বলা যায়, বর্তমান ত্রাহি পরিস্থিতি অনুকূলে না এলে এর প্রভাব অর্থনৈতিক এবং রাজনৈতিক– উভয় দিক থেকেই সমানভাবে সামনে আসার শঙ্কা রয়েছে।

এখন প্রশ্ন হলো বাজার নয়িন্ত্রণে র্কাযকর পদক্ষপে চাই । অত্যন্ত পরতিাপরে বষিয়, আমাদরে দেেশ যে পণ্যরে দাম একবার বৃদ্ধি পায়, সে পণ্যরে দাম আর কমে না বললইে চলে। পক্ষান্তরে মানুষরে আয় বৃদ্ধি পাচ্ছে না; কন্তিু ব্যয়রে সঙ্গে তাল মলিেিয় চলতে হমিশমি খাচ্ছে সবাই। এক্ষত্েের নম্নি ও মধ্যম আয়রে মানুষরে সন্তানদরে শক্ষিা, স্বাস্থ্য ও নয়িমতি খাদ্য গ্রহণে কছিুটা কাটছাঁট করতে হচ্ছে। এদেিক দশেরে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা এক কোটি চল্লিশ লাখরে বেশি। এ প্রবীণ জনগোষ্ঠীর বভিন্নি শারীরকি ও মানসকি সমস্যা রয়ছে।ে চকিৎিসা ও বাসস্থান ছাড়াও নত্যিপ্রয়োজনীয় পণ্যরে প্রয়োজন রয়ছে,ে যা সবার পক্ষে সংকুলান করা সম্ভব নয়। অনয়িন্ত্রতি মুক্তবাজার র্অথনীতরি সুযোগ নেিয় দশেরে গুটকিয় ব্যবসাপ্রতষ্ঠিান অস্বাভাবকি হারে মুনাফা করছে। এসব প্রতষ্ঠিান প্রায় প্রতিিট নত্যিপ্রয়োজনীয় পণ্যরে বাজার নজিদেরে নয়িন্ত্রণে নিয়েছে। সুতরাং বাজার প্রতেিযাগতিায় এসব প্রতষ্ঠিান পণ্যরে সরবরাহ ও মূল্য নর্ধিারণে কারসাজরি মাধ্যমে অধকিহারে মুনাফা র্অজন করছে। এ কারণ বাজারে অধকিাংশ নত্যিপ্রয়োজনীয় পণ্যরে মূল্য স্থতিশিীল নয়। এক্ষত্েের সরবরাহ সামান্য কমলইে ব্যাপক মূল্যবৃদ্ধি ঘটবে। আবার কখনো ভোজ্যতলে, চনি,ি েেঁয়াজ, আদা, ডমি ও কাঁচামরচি ইত্যাদি পণ্যরে সরবরাহরে কৃত্রমি সংকট তিৈর করে ব্যবসায়ীরা সন্ডিকিটেরে মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতেিয় নিচ্ছে।ে র্অথাৎ প্রতি সপ্তাহে কোনো না কোনো নত্যিপণ্যরে দাম বৃদ্ধি করা যেন তাদরে স্থায়ী সংস্কৃতি হয়ে দাঁিড়য়েছে। ক্ষত্রেবশিেেষ সরকাররে কছিু ভুল নীতরি কারণে অসাধু ব্যবসায়ীরা সন্ডিকিটে করে অতমিুনাফা করছ।ে বশিষেত এসব কালোবাজারি অতমিুনাফাখোর অসাধু ব্যবসায়ীদরে আইনরে আওতায় আনার নজির নইে বাংলাদেশে। তাছাড়া সরকারি তদারকি সংস্থাগুলোর সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে। সংশ্লিষ্টি মন্ত্রণালয়গুলো সভা করে কঠোর ব্যবস্থা নওেয়ার কথা বললেও বাজারে এর কোনো প্রতফিলন নইে। পাশাপাশি মন্ত্রীর কঠোর হুঁশয়িাররি পরও ইতবিাচক ফল আসছে না। বিশেষ করে বশ্বিবাজারে পণ্যদ্রব্যাদরি দাম কমলেও দেেেশ কমার প্রবণতা তুলনামূলক অনকে কম।

উল্লেখ্য, নত্যিপ্রয়োজনীয় জনিসিপত্ররে দাম, মজুত ও সরবরাহরে নানা তথ্য নেিয় তিৈর করা হচ্ছে দশেরে প্রথম ওয়বেসাইট। র্অথাৎ পণ্যরে উৎপাদন, মজুত ও বপিণন তথ্যনির্র্ভর ওয়বেসাইট তিৈর হচ্ছ।ে এর ফলে বাজারব্যবস্থা সহজইে তদারকি করা সম্ভব হবে। বিশেষে করে পণ্যরে উৎপাদন, মজুত, আমদানি ও বপিণনরে তথ্য বাণজ্যি মন্ত্রণালয়রে একটি কন্দ্রেীয় তথ্য ভান্ডারে সংরক্ষতি থাকব।ে সটোর ড্যাশর্বোড থাকবে প্রধানমন্ত্রীর কাছে।থারা সরাসরি দশেরে যে কোনো প্রান্তরে দ্রব্যমূল্য র্পযবক্ষেণ করতে পারবনে। এভাবে দেেশ র্স্মাট বাজারব্যবস্থা তিৈর করা না গেেল জনিসিপত্ররে দাম কোনোভাবইে নয়িন্ত্রণে আনা সম্ভব হবে না। তাই বাজার ব্যবস্থাপনা ও দ্রব্যমূল্য নয়িন্ত্রণে র্স্মাট সমাধান দেওয়ার লক্ষ্যে বাণজ্যি মন্ত্রণালয়রে সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বভিাগ একসঙ্গে কাজ শুরু করেছে। এক্ষেত্রে ক্রেতা যদি বাজাররে কোনো পণ্যরে দাম অস্বাভাবকি বলে মনে করনে, সে ক্ষেত্রে বাজার নজরদারি জন্য ভোক্তাবান্ধব হটলাইনের ব্যবস্থা রয়েছে। র্অথাৎ ৩৩৩ নম্বরে ফোন দেিল তৎক্ষণাৎ সংশ্লিষ্টি বিভাগ থেেক সেই দোকানের নাম, ঠিকানা জেনে সেখানে অভিযান চালিয়ে পণ্যের দাম যাচাই-বাছাই করবে। যদি সত্যতা মেলে সেক্ষেত্রে সেই দোকানদার বা ব্যবসায়ীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক: গবেষক ও অর্থনীতিবিদ

সারাবাংলা/এসবিডিই

কৃষিপণ্যের সর্বনিম্ন মূল্য নির্ধারণ বাস্তবায়নযোগ্য কি? ড. মিহির কুমার রায় মুক্তমত

বিজ্ঞাপন

নারায়নগঞ্জসহ ৩ জেলায় নতুন ডিসি
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫০

টি-২০তে সবার আগে ৮ হাজারে তামিম
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩

আরো

সম্পর্কিত খবর