Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেইলি রোড ট্র্যাজেডি: এ শহরে শুধু মানুষের মূল্য নেই

ইমরান ইমন
২ মার্চ ২০২৪ ১৩:৪০

সম্প্রতি বেইলি রোডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৪ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। আরও বহুজন মারাত্মকভাবে আহত। জানা যায়, কাচ্চি ভাই নামে একটি রেস্তোরাঁ থেকে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

কেন, কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু তা শেষমেষ আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে সংশয় রয়েই যায়। দেখা যায়, এসব ঘটনায় তদন্ত কমিটি হয়, প্রতিবেদন পেশ হয় কিন্তু হয় না বিচার।

বিজ্ঞাপন

অপরিকল্পিত নগরায়নের ফলে এ শহরের কোথাও কোনো নিরাপত্তার বালাই নেই। যে যেভাবে পারছে যত্রতত্র ভবন-স্থাপনা তৈরি করছে, কোনো নিয়ন্ত্রণ নেই। শহরটি দূষিত তালিকায় প্রতিনিয়ত শীর্ষ স্থান দখল করে আছে এবং বসবাসের অযোগ্য শহরের তকমা লাগিয়ে আছে। তাছাড়া এসব ভবন-স্থাপনায় জননিরাপত্তা নিশ্চিত হয়েছে কি না, তা দেখভালের দায়িত্ব যাদের তারা মোটা অংকের মাসোহারা খেয়ে নিশ্চুপ থাকেন। দেখা যায়, সেখানে অনুমোদন দেওয়ার উপায় নেই, সেখানে অনুমোদন দেওয়া হচ্ছে। ৫ তলা যেখানে করার কথা সেখানে ৮/১০ তলা করা হচ্ছে। জননিরাপত্তার দিকে কোনো নজর নেই!

বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনার বাস্তবতায় আরেকটি বিষয় আলোচনা করার প্রয়োজনবোধ করছি। তা হলো—এদেশের ফায়ার সার্ভিস জন্য উন্নত ও আধুনিক সরঞ্জাম নিশ্চিত করা। এদেশের ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক সাহসী ও উদ্যমী। কিন্তু তাদের বহরে এখনও উন্নত ও আধুনিক সরঞ্জাম নেই। তাদের বহরে হেলিকপ্টার, উচ্চতা সম্পন্ন ইমার্জেন্সি মই, আধুনিক যন্ত্রপাতি যুক্ত হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ এমনিতেই প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। প্রায় এ দেশকে বিভিন্ন দুর্যোগের মুখোমুখি হতে হয়। আর ফায়ার সার্ভিস তখন প্রাণভোমরা হয়ে দাঁড়ায় মানুষের মাঝে। খিচুড়ি রান্না, পুকুর খনন শেখা, রেললাইন দেখা ইত্যাদি অমূলক কাজে সরকারের অনেক অর্থই তো অপচয় হয়। বিভিন্ন খাতে অপচয় ব্যয় থেকে কাটছাঁট করে এবার না হয় ফায়ার সার্ভিস বাহিনীর আধুনিকায়নে এবং তাদের দক্ষতা বৃদ্ধির কাজে কিছু অর্থ ব্যয় হোক। এটা দেশের জন্য সুফল বয়ে আনবে।

বেইলি রোড ট্রাজেডিতে অসংখ্য মায়ের বুক খালি হয়ে গেল; কারও বাবা, কারও বন্ধু, কারও ভাই, কারও স্বামী এবং কারও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটাও অকাল এই করুণ মৃত্যুর শিকার হলো। কিন্তু এ দায় কে নেবে? যদিও এদেশে এখন কোথাও কোনো কিছুতে কারও কোনো দায় নেই!

এ শহরে ইট-পাথর থেকে শুরু করে সবকিছুর মূল্য আছে, শুধু মূল্য নেই মানুষের জীবনের।

লেখক: কলামিস্ট

সারাবাংলা/এসবিডিই

ইমরান ইমন বেইলি রোড ট্র্যাজেডি: এ শহরে শুধু মানুষের মূল্য নেই মুক্তমত

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর