Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাব চাই

মো. রাকিব
১৫ জানুয়ারি ২০২৪ ১৫:২৯

একজন শিক্ষার্থী হিসেবে আপনি যদি নিজেকে সারা বিশ্বের সাথে সংযুক্ত রাখতে চান তবে অবশ্যই আপনাকে দুটি বিষয় সমন্ধে ভালো জ্ঞান রাখতে হবে। তার মধ্যে একটি হচ্ছে ইন্টারনেট সম্পর্কে ভালো জ্ঞান রাখা আরেকটি হচ্ছে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করা। যেহেতু বর্তমান সময়টিই ইন্টারনেটের যুগ সেহেতু আপনাকে অবশ্যই ইন্টারনেট সমন্ধে ভালো ধারণা রাখতে হবে। কারণ আপনি যখন বিদেশি কোনো বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা নিতে চাইবেন তখন কিন্তু সবকিছুই আপনাকে ইন্টারনেট থেকে সংগ্রহ করতে হবে। যেমন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি থেকে শুরু করে কাগজপত্র জমা দেওয়ার নোটিশ,সময়, পরীক্ষার রেজাল্ট কিংবা ক্লাসের রুটিন সবকিছুই কিন্তু ইন্টারনেট থেকে সংগ্রহ করতে হবে। তাছাড়া জরুরী অবস্থায়ও আপনার পড়াশুনাও অনলাইন ভিত্তিক প্লাটফর্মের মাধ্যমে নেওয়া হবে। সেদিক থেকেও আপনাকে ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে।

বিজ্ঞাপন

যায় হোক এবার মূল আলোচনায় আসি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্যাম্পাসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব কেনো দরকার সে বিষয় নিয়ে। আপনারা জানেন ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। আন্তর্জাতিক ভাষার অর্থ হচ্ছে এটি এমন একটি ভাষা হবে যেটি সারা বিশ্বে পরিচিত এবং যে ভাষার সারা বিশ্বে স্বীকৃতি আছে। ধরুন আমি বাংলায় কথা বলতে পারি আবার পাকিস্তানের একজন উর্দু ভাষায় কথা বলেন। যদিও দুটি ভাষাই আমাদের আমাদের দুই দেশের মাতৃভাষা তারপরেও আমরা যখন দু’দেশের দুজন কথা বলতে নিবো তখন কিন্তু আমাদের মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারবো না। কারণ না আমি ভালো করে উর্দু বুঝবো না সে বাংলা বুঝবে। ঠিক তখনই আমাদের দরকার হবে একটি আন্তর্জাতিক ভাষার দক্ষতা।

বিজ্ঞাপন

বর্তমানে বিশ্বে প্রায় ৩৮ কোটি মানুষের মাতৃভাষা হচ্ছে ইংরেজি। তাছাড়া দ্বিতীয় ভাষা ব্যবহার কারীর হিসাব অনুযায়ী প্রায় ১৩৮ কোটি মানুষের অফিসিয়াল ভাষা হচ্ছে ইংরেজি। আর দেশের হিসেব অনুযায়ী বর্তমানে ৫৯ টি দেশের অফিসিয়াল ভাষা হচ্ছে ইংরেজি। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ,ন্যাটো, আইসিসি, আইএমএফ ওআইসি সহ এরকম প্রায় ২৭ টি শীর্ষ সংগঠনের অফিসিয়াল ভাষা হচ্ছে এই ইংরেজি। এটার দ্বারা আমরা কী বুঝতেছি? আমাদের যদি বিশ্বের জ্ঞান আর মেধা চর্চায় উন্নত বিশ্ববিদ্যালয় গুলোই উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হয় কিংবা বিশ্বের বড় বড় মানবতা নিয়ে কাজ করা সংগঠন গুলোতে কাজ করতে হয় তবে অবশ্যই ইংরেজি ভাষা আয়ত্ত করতে হবে। কিন্তু আমাদের দেশের শিক্ষাব্যবস্থা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান এই ভাষা চর্চার কতটুকু সুযোগ শিক্ষার্থীদের করে দিয়েছে সেটা নিয়ে আমার প্রশ্ন থেকে গেলো?

বর্তমানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংখ্যা প্রায় ২২শ এর অধিক। কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক কতটা ক্যাম্পাসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ কিংবা কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে ঠিক কতটা গুরুত্ব দিচ্ছে?

এবার আসুন আমার নিজের কলেজের চিত্র তুলে ধরি। চট্টগ্রাম বিভাগের অন্যতম একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হচ্ছে সরকারি সিটি কলেজ। দুঃখের বিষয় হচ্ছে আমাদের কলেজে ইংরেজি ভাষা চর্চার জন্য নেই কোন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এতে দেখা যায় শিক্ষার্থীরা সঠিকভাবে ইংরেজি চর্চা করতে পারছে না। আমি নিজে একজন ইংরেজি বিভাগের শিক্ষার্থী। সে দিক থেকে বলতে পারি একজন শিক্ষার্থী যদি চার বছর ইংরেজি বিষয়ে অনার্স কোর্স শেষ করেও এক- দেড় ঘণ্টা ইংরেজিতে কথা বলতে না পারে তবে এটা আসলেই বেমানান। আমাদের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আলী নেওয়াজ বলছিলো, ইংরেজি বিষয়ে অধ্যয়নরত অবস্থায়ও চর্চার অভাবে নিজেকে ইংরেজি ভাষায় দক্ষ করতে পারছি না। তাহলে একবার অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের কথা চিন্তা করুন। তারা তো আমাদের মতো ইংরেজি বিষয়ে পড়াশোনাও করছে না। এদিকে যদি ইংরেজি চর্চার জন্য কোনো প্লাটফর্ম ও না পায় তাহলে তাদের রিক্তশূন্য ভাবেই থাকতে হবে।

আপনারা অবগত আছেন বর্তমানে আমেরিকা, ব্রিটেন সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় গুলোতে উচ্চশিক্ষা অর্জন করতে শিক্ষার্থীদের অবশ্যই আইএলটিএস, জিআরই, টোফেল এই জাতীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আবার এই পরীক্ষা গুলোতে তিন ভাবে একজন শিক্ষার্থীকে পরীক্ষণ করা হয়। আর সে বিষয় গুলো হচ্ছে কথা বলার দক্ষতা, কথা শুনার দক্ষতা এবং লিখার দক্ষতা। আমাদের এই তিন বিষয়ে দক্ষ হতে হলে নিয়মিত ইংরেজি ভাষা লিখন ও শিখনের মাধ্যমে চর্চা করতে হবে। যেহেতু একজন শিক্ষার্থী হিসেবে আমাদের অর্থনৈতিক সংকট থাকে সেহেতু বাহিরের কোনো প্রতিষ্ঠান থেকে এই তিন দক্ষতা অর্জন করা আমাদের জন্য কষ্টসাধ্য। যদি আমাদের প্রতিটি ক্যাম্পাসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে আমরা কিন্তু খুব সহজেই এগুলো চর্চা করতে পারি । এই পরীক্ষা প্রস্তুতি ছাড়াও আমরা যখন কোনো মাল্টিন্যশনাল কোম্পানিতে জব করতে যাবো তখনও কিন্তু আমাদের ইংরেজি ভাষায় দক্ষতা লাগবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের খুব শীঘ্রই এসব বিষয় গুলোতে নজর দেওয়া উচিত। তাদের উচিত প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সকল ক্লাব প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া। পরিশেষে বলবো শিক্ষার্থীদের ইংরেজি ভাষা চর্চার জন্য আমাদের কলেজে সহ যে সকল ক্যাম্পাসে এখনো কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নেই সেগুলোতে খুব শীঘ্রই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব চালু করা। যথাযথ পদক্ষেপ নেওয়া জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: ইংরেজি বিভাগ, সরকারি সিটি কলেজ

সারাবাংলা/এসবিডিই

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাব চাই মুক্তমত মো. রাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর