Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলায়েত যেন রবার্ট ব্রুসের প্রতিচ্ছবি

মো. আবদুল্লাহ আল মামুন
২ অক্টোবর ২০২২ ১৭:১৯

পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। আর অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। অধ্যবসায়, পরিশ্রম ও সাধনা মানুষকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। আর একজন অধ্যবসায়ী ব্যক্তির প্রচেষ্টা কখনো বিফলে যায় না। কিন্তু অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অলসতা মানুষকে ব্যর্থতার পথে নিয়ে যায়। আর কর্মবিমুখ করে তোলে। আর বর্তমান সময়ে অধ্যবসায়, পরিশ্রম ও সাধনার উজ্জ্বল দৃষ্টান্ত বেলায়েত শেখ। তিনি ৫৫ বছর বয়সে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেন। এজন্য তিনি নবম দশম শ্রেণি পাস করে কলেজে ভর্তি হন। কিন্তু সকল ছাত্রছাত্রীদের মাঝে তিনি একজন বয়স্ক বলে অনেকের কাছে সমালোচনা ও হাসির পাত্র হতেন।

বিজ্ঞাপন

কিন্তু এসব সমালোচনা তাকে দমিয়ে রাখতে পারে নি। সকল বাধা পেরিয়ে তিনি এইচএসসি পরীক্ষায় পাস করেন। তিনি পড়াশোনার পাশাপাশি নিজের সংসার চালান। উল্লেখ্য তার সন্তানেরা কেউ বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নি। সেই ক্ষোভে বেলায়েত নিজেই নেমে আসেন ভর্তি যুদ্ধে। বয়সের বাধা ছুড়ে দিয়ে সাফল্যের দ্বারপ্রান্তে চলেন তিনি। তাই তিনি ভর্তি পরীক্ষার জন্য কোচিং ও করেছিলেন। অবশেষে বেলায়েত ভর্তি পরীক্ষা দেন প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সেখানে তার ভাগ্য সহায় হয় নি। অতঃপর জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন। কিন্তু আবারও ব্যর্থ হন। তবুও তিনি হাল ছেড়ে দেন নি। অবশেষে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। তিনি মেধা তালিকায় ৬৮ নম্বর পান। তিনি পড়তে চান তার পছন্দের সাবজেক্ট গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে।

বিজ্ঞাপন

তার চেষ্টা ও অধ্যবসায়ী মনোভাব সফলতা অর্জন করতে সাহায্য করেছে। তার চেষ্টায় রবার্ট ব্রুস ও মাকড়সার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। বানুকবার্নের যুদ্ধে ইংরেজদের চুড়ান্তভাবে পরাজিত করতে সক্ষম হয় রবাট ব্রুস। এই যুদ্ধের আগে তিনি ছয় বার যুদ্ধে পরাজিত হয়েছিলেন। কিন্তু তিনি হাল ছেড়ে দেননি। গুহার মধ্যে একটি মাকড়সা তাকে অনুপ্রাণিত করে তোলে। তিনি দেখলেন গুহার ভিতরে একটা মাকড়সা প্রবল বাতাসের মুখে সপ্তমবারের চেষ্টায় জাল বুনতে সক্ষম হয়। ঠিক তেমনি বেলায়েত শেখ পঞ্চম বারের প্রচেষ্টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। তার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও জ্ঞানার্জনের তীব্র আকাঙ্ক্ষা বিরল। কিন্তু বর্তমান সময়ে জ্ঞানার্জনের কেউ পড়াশোনা করে না। সবার লক্ষ্য থাকে চাকরি করা। সুতরাং বেলায়েত শেখ এর প্রচেষ্টা উজ্জ্বল দৃষ্টান্ত।

লেখক: শিক্ষার্থী

সারাবাংলা/এজেডএস

বেলায়েত মো. আবদুল্লাহ আল মামুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর