Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনীতিতে শ্রীলংকাতত্ত্ব কী এখনও আছে?

কবিতা রাণী মৃধা
১২ সেপ্টেম্বর ২০২২ ১৫:১০ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪১

শ্রীলংকার নাম বর্তমান সময়ে কেউ শুনেনি এমন হতে পারে না। ছোট থেকে বড়, শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত প্রায় সবাই শ্রীলংকাকে জানে এখন। বিশেষ করে বাংলাদেশে এই দেশটির নাম আরো বেশি পরিচিত। কারণ হিসেবে শ্রীলংকার বর্তমান জীবন যাপনের কথাকেই বলবো আমি। শ্রীলঙ্কায় দেউলিয়া ষোষিত হয়েছে আর জনগণের আয় রোজগার নেই বললেই চলে তার সাথে সেখানে দ্রব্যমূল্য অনেক বেশি যার কারণে সাধারণ জনগণ অল্প টাকায় কোনো খাবার কিনতে পারতেছে না। তাদের জীবন এখন অসহনীয় হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

ঠিক একই ভাবে বাংলাদেশের সাধারণ জনগণও এটাই মনে করছে যে বাংলাদেশও শ্রীলঙ্কার মতো দেউলিয়ায় পরিণত হবে। সাধারণ জনগণের এমন চিন্তাভাবনার কারণ হচ্ছে দ্রব্যমূল্যের বৃদ্ধি, যাতায়াত ভাড়া বৃদ্ধি, তেল-গ্যাসের দাম বৃদ্ধি, বইয়ের দাম বৃদ্ধি, খাতার দাম বৃদ্ধি… ইত্যাদি মোটকথা দৈনন্দিন জীবন যাপনের প্রায় সকল জিনিসেরই দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু সাধারণ জনগণের কোনো আয়ের পরিমাণ বৃদ্ধি পায়নি আর এই অল্প বেতনে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করে জীবনযাপন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাহলে বলা যেতে পারে সাধারণ জনগণের চোখে বাংলাদেশ শ্রীলঙ্কায় পরিণত হয়েগিয়েছে ইতোমধ্যে।

বিজ্ঞাপন

তবে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের তথ্যের ভিত্তিতে ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ওয়েবসাইটে সম্প্রতি ২৫টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে; যারা ঋণের জন্য ঝুঁকিপূর্ণ। রাশিয়া, জাম্বিয়া, সুরিনাম, লেবানন এবং অন্যান্য দেশও আছে সেই তালিকায়। এতে বলা হয়েছে, দেউলিয়া হওয়ার ঝুঁকিতে আছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। এছাড়া ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, ঋণ এবং উচ্চ ব্যয়ের কারণে আরও বেশি বিপদে আছে এক ডজন দেশ। এসব দেশ হল, আর্জেন্টিনা, ইউক্রেন, তিউনিসিয়া, ঘানা, মিসর, কেনিয়া, ইথিওপিয়া, এল সালভেদর, পাকিস্তান, বেলারুশ এবং ইকুয়েডর। তবে তালিকায় নেই বাংলাদেশ।

বাংলাদেশের চ্যালেঞ্জ রয়েছে। তবে অর্থনীতির গতি সমান রাখতে কর্তৃপক্ষ তড়িৎ পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে লাগাম, মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সে নগদ প্রণোদনা এবং বিলাসবহুল পণ্যের ওপর করারোপ করা হয়েছে। এই সবই দেশটিকে রিজার্ভ বাড়াতে সহায়তা করছে; যাতে সহজেই আমদানির চাহিদা মেটানো যায়। এছাড়া রপ্তানি বৃদ্ধি এবং আমদানি হ্রাসে সরকারের নেওয়া নীতি ইতোমধ্যে দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করছে।

তাছাড়া অর্থনীতিতে কোভিড-১৯ মহামারির প্রভাব রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে আরও প্রকট হয়েছে; এসব অস্বীকার করা যায় না। রুশ-ইউক্রেন সংঘাত বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে এবং সেইসাথে বৈশ্বিক সংকটকেও বাড়িয়ে দিয়েছে।

অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশকে অবশ্যই রপ্তানি-আমদানির অনুপাতের উন্নতির পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সমান অগ্রাধিকার দিতে হবে। অর্থনীতি নিয়ন্ত্রণ ও পুনরুদ্ধারে একটি ব্যাপক পরিকল্পনার অংশ হিসেবে বাজেট ব্যবস্থাপনার সকল স্তরে কৌশলগত হস্তক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যয় কমানোর ওপর জোর দিয়ে আসছেন। কীভাবে অতিরিক্ত ব্যয় না করে উন্নয়ন প্রকল্পগুলো চালিয়ে যাওয়া যায় সেব্যাপারে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে পরামর্শ দিচ্ছেন তিনি।

অর্থনীতির ওপর চাপ কমানোর জন্য শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো সম্পন্ন এবং অগ্রাধিকার কম রয়েছে এমন সব প্রকল্প স্থগিত করার ওপর জোর দিয়েছেন শেখ হাসিনা। এখনও বাংলাদেশে এমন অনেক বিশ্লেষক আছেন যারা বিশ্বাস করেন যে, শ্রীলঙ্কার মতো একটি সংকটের দিকে যাচ্ছে বাংলাদেশ। যা সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য জনগণকে রাস্তায় নামিয়ে আনবে। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বলছে, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের অর্থনীতি একেবারে ভিন্ন।

উন্নয়ন সহায়তা সংস্থাগুলোও বারবার বলেছে, বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করার যৌক্তিক কোনও কারণ নেই। শ্রীলঙ্কার অর্থনীতি পর্যটনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, যা মহামারির কারণে ভেঙে পড়েছে। এর ফলে শুরুতেই দেশটির বৈদেশিক রিজার্ভ কমে যায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমদানিকৃত জ্বালানি এবং অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশটির মজুতও প্রায় সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। প্রধান প্রধান বিভিন্ন পণ্যের আমদানি পুরোপুরি বন্ধ করা হয় এবং জনগণের ক্ষোভ তৈরি হতে শুরু করে। আর এই ক্ষোভ শেষ পর্যন্ত তীব্র আকার ধারণ করে এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাকপাকসে ক্ষমতাচ্যুত হন।

এসবের বিপরীতে বাংলাদেশের অর্থনীতির প্রধান দুই স্তম্ভ হল তৈরি পোশাক খাত এবং বাংলাদেশি প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। মহামারির প্রাথমিক পর্যায়ে অনেকে ধরে নিয়েছিল, রেমিটেন্স প্রবাহ কমে যাবে। কারণ সেই সময় অনেক প্রবাসী তাদের চাকরি হারিয়ে ফেলেন। কিন্তু সরকারের কূটনৈতিক প্রচেষ্টার সাফল্যে অনেক বাংলাদেশি প্রবাসী তাদের কর্মস্থলে ফিরেছেন এবং মহামারি পূর্ববর্তী সময়ের মতো দেশে অর্থ পাঠাচ্ছেন।

শ্রীলঙ্কায় রাজাপাকসে সরকারের প্রধান প্রধান সদস্যদের ব্যাপক দুর্নীতি জনগণের ক্ষোভ তৈরির আরেকটি বড় কারণ ছিল। বাংলাদেশে দুর্নীতি একটি সমস্যা হলেও প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ ধরনের কোনও অভিযোগ নেই। এর ফলে নিশ্চিতভাবেই বলা যায়, নিকট ভবিষ্যতে বাংলাদেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতির সম্ভাবনা একেবারেই নেই।

বাংলাদেশে মহামারি পরবর্তী গতিপথে ইতিবাচক উন্নতি দেখা যাচ্ছে। এর পাশাপাশি ক্ষমতাসীন সরকার এবং বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে কিছু আর্থিক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। তবুও স্বল্পমেয়াদী কিছু চ্যালেঞ্জ থেকেই যায়। দেশটিতে দ্রব্যমূল্য বাড়ছে, মুদ্রাস্ফীতি বেড়েছে, দুই বছরের মহামারি পরবর্তী মন্দায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গেছে এবং বিদ্যুৎ ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার তীব্র চাপের মধ্যে রয়েছে। এসবের মাঝে সাময়িক সংকট মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগ ফলপ্রসূ হতে পারে।

সংকট মোকাবিলায় সরকার কৃচ্ছ্বতা সাধনের নীতি গ্রহণ করেছে। এখন পর্যন্ত এসবের বিকল্প কোনও উপায় নেই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব যতদিন থাকবে, ততদিন পর্যন্ত অবশ্যই মিতব্যয়ী নীতি অবলম্বন করতে হবে।

অর্থনীতির সূত্র অনুযায়ী, একটি দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৭০ শতাংশ পর্যন্ত বৈদেশিক ঋণ পরিচালনাযোগ্য এবং সেই দেশের অর্থনৈতিক মন্দার ঝুঁকিও কম। বাংলাদেশের ঋণের এই হার মাত্র ৪৪ শতাংশ। যদিও বৈশ্বিক মন্দার মধ্যে বাংলাদেশের বৈদেশিক ঋণ ২১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আমদানি ব্যয়ও ৪৪ শতাংশ বেড়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে। তারপরও বাংলাদেশ এখনও বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতি রয়েছে। বিশ্বের ৫০টি বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে দক্ষিণ এশিয়ার মাত্র দু’টি দেশ রয়েছে। সেই দেশ দুটি হল বাংলাদেশ এবং ভারত।

এখানে মনে রাখা দরকার যে বাংলাদেশের বর্তমান রিজার্ভের পরিমাণ প্রায় ৪০ বিলিয়ন ডলার। কিন্তু এই রিজার্ভের পরিমাণ কম মনে হলেও বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার আগে যা ছিল তার দ্বিগুণেরও বেশি। সেই সময় বাংলাদেশের আমদানি ব্যয় বর্তমানের সাত মাসের তুলনায় মাত্র তিন মাসের ছিল। বিপদের সময় আমরা যেমন পারিবারিক খরচ কমিয়ে দিই, তেমনই রাষ্ট্রকেও কাটছাঁট করতে হয়। শ্রীলঙ্কা তার সামর্থ্যের চেয়ে বেশি ঋণ নিয়েছে। ভ্রান্ত নীতি দেশটির ফসলের উৎপাদন মারাত্মক হ্রাস করেছে। সেই দিক থেকেও বাংলাদেশে তেমন কোনও সংকট নেই।

লেখক: শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সারাবাংলা/এসবিডিই/এএসজি

কবিতা রাণী মৃধা বাংলাদেশ কি শ্রীলংকায় পরিণত হচ্ছে? মুক্তমত

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর