Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা শেখ হাসিনার লোক


১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩৪ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫৭

বিশ্বব্যাপী জঙ্গিবাদ, মৌলবাদ ও ধর্মীয় লেবাসে উগ্রবাদ প্রচারের কারখানা কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরা। টেলিভিশনটিতে “অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন” শিরোনামে প্রচারিত বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক মদদপুষ্ট অপপ্রচারমূলক প্রতিবেদনটি যে বাংলাদেশ সরকার, সরকার প্রধান শেখ হাসিনা, দেশপ্রেমিক সেনাবাহিনী বিশেষ করে সেনাপ্রধান আজিজ আহমেদসহ বিভিন্ন স্পর্শকাতর বিষয় নিয়ে দেশি-বিদেশি কুচক্রীদের প্রচার তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে।

বিজ্ঞাপন

উস্কানিমূলক এই প্রতিবেদনটি যে অসৎ উদ্দেশ্য নিয়ে জামাত বিএনপির স্বার্থে ও দেশের বিরুদ্ধে প্রচার করেছে তা তাদের একপেশে, মনগড়া, বিদ্বেষপ্রসূত কাটপিস সম্বলিত এই প্রতিবেদনটি দেখলে সহজেই বুঝা যায়।

আল জাজিরা তার দীর্ঘদিনের মিশন বাস্তবায়নের অংশ হিসেবে একের পর বাংলাদেশকে নিয়ে মিথ্যাচারের যে বাকস খুলে দিয়েছে এই পর্যায়ে এই অসত্য প্রতিবেদন প্রচার তার উৎকৃষ্ট উদাহরণ। একাত্তরের নরঘাতক জামাতি যুদ্ধাপরাধীদের বিচারকে প্রশ্নবিদ্ধ করে তুলতে যে অপচেষ্টা শুরু করেছিল, তারপর ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতিদের কাল্পনিক হত্যাকাণ্ডের অপপ্রচার যা এখনো চলছে এবং ধরে নেওয়া যায় তা অব্যাহত থাকবে। বাংলাদেশের সমস্ত অগ্রগতি, অর্জনকে প্রশ্নবিদ্ধ করাই এদের মূল উদ্দেশ্য। ব্যক্তি শেখ হাসিনা ও তার সরকার যখন বাংলাদেশকে পৃথিবীর বুকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে এবং সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা যখন বিশ্বব্যাপী প্রশংসিত ও শক্তিশালী হচ্ছেন এবং দেশ যখন সবদিক দিয়ে সমানতালে এগিয়ে যাচ্ছে তখনই এই আল জাজিরা বাহিনীর আক্রমণ। এর পিছনে যেমন আছে বিএনপি-জামাত বা তারেক, খালেদা ও এদেশীয় কিছু পাকিস্তানি ধ্যান ধারণার তথাকথিত বুদ্ধিজীবী, তেমনই আছে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা উগ্র ধর্মান্ধ গোষ্ঠী, যারা বিপুল পরিমাণ অর্থ নিয়ে উন্নয়নশীল, প্রগতিশীল সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া দেশগুলোর বিরুদ্ধে অযাচিত ও উদ্দেশ্যপ্রণোদিত বিরুদ্ধচারণে লিপ্ত। আল জাজিরার “অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন” নামক অসত্য,কল্পনাপ্রসূত, ভিত্তিহীন, মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত এই প্রতিবেদনটি তারই অকাট্য প্রমাণ।

বিজ্ঞাপন

মিথ্যাচারের ভরপুর “অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন” বলতে নেতিবাচকভাবে যা উপস্থাপন করা হয়েছে তা ফ্যাক্টরিতে তৈরি যুদ্ধাপরাধীদের দলের বা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কোন পলাতক আসামির অবৈধ টাকার বিনিময়ে নির্মিত কোন মিথ্যাচারের অলীক কাহিনী। যা শুধু দেশকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা ছাড়া আর কিছুই না। তাই আমরা নির্দ্বিধায় নিঃসঙ্কোচে নিম্নোক্ত কারণে অবলীলায় বলতে পারি, আমরা শেখ হাসিনার লোক।

হ্যাঁ, আমরা শেখ হাসিনার লোক; স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে ত্রিশ লাখ শহিদ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ যেভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে এগিয়ে চলছে, আমরা সেকারণেই শেখ হাসিনার লোক।

আমরা শেখ হাসিনার লোক; কারণ মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী আলবদর, আলশামস,রাজাকার যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করে মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেওয়া শহিদদের আত্মা শান্তিতে রাখায় এবং একাত্তরের কলঙ্ক মোচন করা, পঁচাত্তরের পনেরই আগস্টের ঘাতক ও তেসরা নভেম্বর জেল হত্যাকাণ্ডের ঘাতকদের বিচারের আওতায় আনার সাহসী পদক্ষেপ নেওয়ায় আমরা শেখ হাসিনার লোক।

হ্যাঁ, আমরা শেখ হাসিনার লোক; কারণ অবৈধ অসাংবিধানিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারী জিয়া ও এরশাদের শাসন যে অবৈধ ছিল এবং তারা যে অব্যাহতভাবে জনগণের অধিকার নিয়ে নির্লজ্জ ছিনিমিনি খেলেছিল এবং তার থেকে দেশবাসীকে রক্ষায় দেশের মানুষ জীবনবাজি রেখে যে আন্দোলন সংগ্রাম করেছিলেন তার সম্মুখ থেকে দৃঢ়ভাবে নেতৃত্ব দেওয়ার কারণে আমরা জননেত্রী শেখ হাসিনার লোক।

নিঃসন্দেহে আমরা শেখ হাসিনার লোক; কারণ বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ও জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রামে বার বার নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে দেশকে চিরতরে সামরিক স্বৈরাচারমুক্ত করার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে আমরা শেখ হাসিনার লোক।

হ্যাঁ, আমরা শেখ হাসিনার লোক: কারণ দীর্ঘ একুশ বছর পর লড়াই সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট স্বাধীনতা বিরোধীদের হোতা জিয়া-এরশাদ-খালেদার দুঃশাসন হটিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ধারায় দেশকে পুনরায় ফিরিয়ে এনে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসে বাংলাদেশকে তার হারানো গৌরব ফিরিয়ে দিয়ে দেশকে সঠিক ধারায় নেতৃত্ব দেওয়ার শুভ সূচনা করায় আমরা অবশ্যই দেশরত্ন শেখ হাসিনার লোক।

আমরা শেখ হাসিনার লোক; এই কারণে যে, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনার মূল ধারায় ফিরিয়ে নিয়ে এসে আধুনিক প্রযুক্তি নির্ভর, জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সৎ, মেধাবী, আদর্শবান, শিক্ষিত, সজ্জন ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া ও সফল নেতৃত্ব দিয়ে যাওয়ার কারণে আমরা শেখ হাসিনার লোক।

আমরা শেখ হাসিনার লোক, কারণ আল জাজিরা, বিশ্বব্যাংক, ডেভিড বার্গম্যান, ড. ইউনুসসহ এদেশের কিছু বিপথগামী বুদ্ধিজীবীদের অপপ্রচার ও ষড়যন্ত্র উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর নির্মাণ শুরু করা ও শত্রুর মুখে ছাই দিয়ে দেশবাসীর সেই স্বপ্নের পদ্মাসেতুর সফল বাস্তবায়ন চোখের সামনে, শেখ হাসিনা এই আল জাজেরিয়া বিএনপি-জামাতিদের দেখিয়েছেন তার জন্য আমরা শেখ হাসিনার লোক। রূপপুর পারমাণবিক প্রকল্প, মেট্রোরেল প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, দেশকে চারলেন, ছয়লেনের সড়ক নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা, বিদ্যুৎ ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, মাতারবাড়ি ও পায়রা বন্দর নির্মাণ, কর্ণফুলী নদীতে টানেল নির্মাণসহ চলমান উন্নয়নের কারণে আমরা এক হাজার বার শেখ হাসিনার লোক।

অবশ্যই আমরা শেখ হাসিনার লোক; কারণ শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ আজ গরীব উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ক্ষুধা, দারিদ্র ও নিরক্ষরমুক্ত, উন্নত, মর্যাদাসম্পন্ন আধুনিক বাংলাদেশ গড়তে দিন-রাত যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন সেজন্য অবশ্যই আমরা শেখ হাসিনার লোক।

হ্যাঁ আমরা শেখ হাসিনার লোক, এই জন্য যে, সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতায় বয়স্কভাতা, বিধবাভাতা, স্বামী পরিত্যক্তদের জন্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা,হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি, ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোক ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি, বেসরকারি এতিমখানা ক্যাপিটেশন গ্রান্ট, পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় আয়বর্ধক কর্মসূচি, ভূমিহীনদের জন্য ঘর তৈরি করে দেওয়া, মুক্তিযোদ্ধাদের জন্য কয়েকশ গুণ ভাতা বৃদ্ধি করাসহ ইত্যাদি নানা মানবিক কারণে নিঃসন্দেহে আমরা শেখ হাসিনার লোক।

আমরা শেখ হাসিনার লোক, কারণ টানা এক যুগ ধরে বছরের প্রথমদিন প্রাথমিকের ছাত্র-ছাত্রীদের হাতে সাড়ে চার কোটি বই পৌঁছে দেওয়া, ছাব্বিশ হাজার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করা, প্রত্যেক উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারি করা, প্রত্যেক বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা, নিয়মিত বিসিএস পরীক্ষার ব্যবস্থা করা, শতাধিক ইকোনোমিক জোন প্রতিষ্ঠা করা ও বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য আমরা একশো ভাগ শেখ হাসিনার লোক।

অবশ্যই আমরা শেখ হাসিনার লোক, কারণ নারীর ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন, সন্তানের পরিচয়ে মায়ের নাম সংযোজন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার প্রায় শূন্যের কোঠায় নিয়ে আসা, মানুষের গড় আয়ু বৃদ্ধি, সুপ্রিম কোর্টের বিচারপতি, সরকারের সচিব, ডিসি, এসপি, সেনাবাহিনী, পুলিশ বাহিনী তথা রাষ্ট্রের অপরাপর বিভিন্ন সেক্টরের উচ্চ পদে নারীর পদায়ন, নারী শিক্ষার বিপুল সম্প্রসারণসহ এক কথায় নারীর ক্ষমতায়নে বিশাল ভূমিকা পালন করার কারণে দেশের মানুষ শেখ হাসিনার লোক তাতে কোন সন্দেহ নেই।

লেখক: কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর