Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পরিবেশকে স্বাস্থ্যকর রাখার বিষয়টি মানব সভ্যতার সঙ্গে সম্পর্কিত’

ঢাবি করেসপনডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ০০:২১

‘উন্নয়নের স্বার্থে পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাস’ অনুষ্ঠানের সমাপনী পর্ব

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, পরিবেশকে স্বাস্থ্যকর রাখার বিষয়টি প্রকৃত অর্থে মানব সভ্যতার সঙ্গে সম্পর্কিত। পরিবেশকে সুন্দর রাখতে হলে প্রতিনিয়তই কিছু না কিছু করে যেতে হবে। এসব কাজ একা একা কখনোই করা যায় না। ব্যক্তি এবং সামষ্টিক উভয়ভাবেই করতে হয়। তাহলে কাজগুলোর পরিপূর্ণতা আসে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘উন্নয়নের স্বার্থে পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাস’ অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ইউনিডো, ঢাকাস্থ নরওয়ে দূতাবাস এবং প্রাণ আরএফএল গ্রুপের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

এ সময় উপাচার্য আরও বলেন, আজকের প্রশিক্ষণ কর্মসূচিটি মানুষের অস্তিত্বের যে সংগ্রাম, সেটিতে ভূমিকা রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় এসব কাজের সঙ্গে থাকবে। আমাদের এখানে পরিবেশ ক্লাবগুলো কাজ করছে। আমি খুব আশাবাদী। তবে খেয়াল রাখতে হবে এই কাজগুলো যাতে থেমে না যায়। কোনো না কোনোভাবে কাজগুলো নিয়ে লেগে থাকতে হবে। চেষ্টা করে যেতে হবে। তাহলেই সফলতা পাওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানটি তিনটি পর্বে বিভক্ত ছিল। উদ্বোধনী ও সমাপনী পর্বে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম। এ সময় আরও বক্তৃতা করেন পরিবেশ অধিদফতরের ডিজি ড. মো. কামরুজ্জামান, ইউনিডোর বাংলাদেশ প্রতিনিধি ড. জাকি উজ জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হক, পরিবেশ অধিদফতরের উপ পরিচালক ড. আব্দুল আল মামুন এবং প্রাণ-আরএফএল গ্রুপের সুমাইয়া তাবাসসুম আহমেদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল ও বুয়েটের প্রায় ৪০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, সবুজ ক্যাম্পাস হলে ছাত্র-শিক্ষকদের উদ্ভাবনী শক্তি বাড়বে। আমরা সবাই চাই স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস। শিক্ষার্থীরা এই প্রোগ্রামের মাধ্যমে সচেতন হবে এবং অন্যকেও সচেতন করার উদ্যোগ নিবে। সমাজ, রাষ্ট্র ও বিশ্বের প্রতি দায়বদ্ধতা রয়েছে আমাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্বের জায়গা থেকে সবসময় এসব কাজের নেতৃত্ব দিবে।

সারাবাংলা/এআইএন/এইচআই

উন্নয়নের স্বার্থে পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাস ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢা‌বি