ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জেলেনস্কির
১৫ এপ্রিল ২০২৫ ০৯:১৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১১:৫৮
যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে যেকোনো চুক্তি সম্পাদনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিবিএস-কে ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘যেকোনো ধরনের সিদ্ধান্তের আগে, যেকোনো ধরনের সমঝোতার আগে অনুগ্রহ করে এখানের মানুষ, বেসামরিক লোকজন, যোদ্ধা, হাসপাতাল, গির্জা ও শিশুদের দেখে যান। যাদেরকে হয় হত্যা করা হয়েছে, না হয় ধ্বংস করা হয়েছে।’
এদিকে রোববার (১৩ এপ্রিল) ইউক্রেনে হামলার বিষয়ে রাশিয়া জানায়, তারা কেবল দেশটির সামরিক লক্ষ্যবস্তুগুলোতেই হামলা চালিয়েছে।
হামলার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল ট্রাম্পের কাছেও। জবাবে তিনি ওই হামলাকে ‘ভয়াবহ’ হিসেবে উল্লেখ করেন। তবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তাকে জানানো হয়েছে রাশিয়া একটি ভুল করেছে। যদিও নিজের এ বক্তব্য নিয়ে খোলাসা করে কিছু বলেননি তিনি।
ইউক্রেন যুদ্ধ থামাতে হোয়াইট হাউসে ফেরার আগে থেকেই সোচ্চার ছিলেন ট্রাম্প। গত ২০ জানুয়ারি ক্ষমতায় বসার পর এ নিয়ে আরও তৎপর হয়েছেন তিনি। যুদ্ধ থামানোর জন্য ইউক্রেনে বিশেষ দূত হিসেবে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেইথ কেলগকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।
সুমি শহরে রাশিয়ার হামলার পর কেলগ বলেছেন, ওই হামলা ‘শিষ্টাচারের যেকোনো সীমা’ অতিক্রম করেছে।
এদিকে সুমিতে হামলার পর সোমবার (১৪ এপ্রিল) সকালে লুক্সেমবার্গে বৈঠকের কথা ছিল ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের। ইউরোপীয় নেতারাও এই হামলার নিন্দা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষেই লাখো মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। তাদের বেশির ভাগই সেনা সদস্য। এছাড়া জাতিসংঘের হিসেবে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৭০ লাখ ইউক্রেনীয় শরণার্থী হিসেবে জীবন যাপন করছেন।
সারাবাংলা/এসডব্লিউ
ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া