সেতু নেই, সোমেশ্বরী নদী পারাপারে দুর্ভোগ
১৫ এপ্রিল ২০২৫ ০৮:০০ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ০৩:৩২
সুনামগঞ্জ: সুনামগঞ্জে শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে সোমেশ্বরী নদী পার হওয়া যায়। বর্ষায় এ নদী রুদ্রমূর্তি ধারণ করে। এখানে নদীর ওপর সেতু না থাকায় দুর্ভোগে পড়েন লাখো মানুষ। বাঁশ-কাঠে তৈরি সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করেন দুই পাড়ের বাসিন্দারা। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মানুষের দাবি একটি সেতুর। সেতু নির্মাণ হলে যাতাযায়-যোগাযোগ সহজ হবে। কেটে যাবে দুর্ভোগ।
শুষ্ক মৌসুমে সোমেশ্বরী নদীর ওপর ৩০ ফুটের সাঁকো দিয়ে নদী পারাপার করতে হয়। বর্ষার পানিতে নদী প্রসারিত হয়ে দুইপাড়ের দূরত্ব বাড়ে ৩০০ মিটারে। তখন ভরসা কেবলই নৌকা। এসময় জরুরি প্রয়োজনে নদী পার হতে বিপাকে পড়েন দুই পাড়ের বাসিন্দারা।
স্থানীয়রা জানান, সোমেশ্বরী নদীর এক পাড়ে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা। অপর পাড়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র বিশরপাশা। মাঝে ৩০০ মিটারের দূরত্ব। শুষ্ক মৌসুমে সাঁকো দিয়ে পারাপার, আর বর্ষায় নৌকায় যাতায়াত। যদিও রাতে থাকে না কোনো নৌকা।
নদীর পশ্চিমপাড়ে বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র বিশরপাশায় যেতে হয় এপারের লোকজনকে। এছাড়াও বিশরপাশায় অবস্থিত গুরুত্বপূর্ণ দুটি শিক্ষাপ্রতিষ্ঠান হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয় ও এভারগ্রিন কিন্ডারগার্টেনে পড়াশোনা করে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামের শিক্ষার্থীরা।
কোমলমতি এসব শিক্ষার্থীদের বর্ষায় ঝুঁকি নিয়ে নদী পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। পাশাপাশি কলমাকান্দা সদর ইউনিয়নের লোকজনকেও নানাবিধ প্রয়োজনে নদী পার হয়ে আসতে হয় সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। প্রতি বছরই বর্ষায় একাধিকবার নৌকা ডুবির ঘটনা ঘটে এ খরস্রোতা নদীতে।
জানা গেছে, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ও আশপাশের জনপদে কোনো হাসপাতাল না থাকায় এসব এলাকার মানুষের জরুরি চিকিৎসার জন্য নদী পার হয়ে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। সন্ধ্যার পরে নদী পারাপারের খেয়া নৌকা বন্ধ হলে মুমূর্ষু রোগী নিয়ে ভোগান্তির শিকার হন স্বজনরা।
এলাকাবাসী বলছেন, ওই এলাকায় একটি সেতু নির্মাণ হলে উপকৃত হবে লাখো মানুষ। এর মাধ্যমে সময় বাঁচবে, নিরাপদ হবে মানুষের প্রাণ। রোগীর মৃত্যুঝুঁকি কমবে। ফসলের ন্যায্যমূল্য পাবে কৃষক। তাই বহু বছর ধরে ওই স্থানে সেতু নির্মাণের দাবি উভয় পাড়ের বাসিন্দাদের।
মধ্যনগর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর জানা গেছে, সোমেশ্বরী নদীতে সেতু নির্মাণের জন্য সমীক্ষার কাজ চলমান রয়েছে।
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.আনোয়ার হোসেন বললেন, জেলার অনেকগুলো নদীতে সেতু নির্মাণের প্রস্তাবনা আছে। সোমেশ্বরী নদীতেও সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
সারাবাংলা/এসআর