Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মঙ্গল শোভাযাত্রা’ চাপিয়ে দেওয়া হয়েছিল, ফ্যাসিস্ট বড় অশুভ শক্তি: ফারুকী

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ১৬:০৯ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ০৩:২৬

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী -ছবি: সংগৃহীত

ঢাকা: এবারের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামটি চাপিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি- দাবি করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আগেরটি চাপিয়ে দেওয়া হয়েছিল

এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়- দাবি করে তিনি বলেন, আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখাবয়ব ব্যবহার করেছি। কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয়। ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘‘তবে এখানে বাংলাদেশের রাজনীতি রয়েছে। এখানে বাংলাদেশের সকল জনগোষ্ঠী, সকল ঐতিহ্য- সেই আকবর আমলের ঐতিহ্য, সুলতানি আমলের ঐতিহ্য সবকিছুর মিশ্রণ এখানে দেখবেন। তবে টিপিক্যাল রাজনীতির কিছু এখানে নাই।’’

তিনি বলেন, ‘‘এটা আসলে বাঙালির প্রাণের উৎসব আর নয়, এটাকে আমরা অনেকদিন বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি। এটা বাংলাদেশের প্রাণের উৎসব। বাঙালি, চাকমা, মারমা, গারোসহ সকল জাতিগোষ্ঠী বর্ষবরণ পালন করে। ফলে এটাকে আমরা বাংলাদেশের উৎসব হিসেবে পালন শুরু করলাম।’’

শোভাযাত্রার নাম বদল প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘চারুকলায় ১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে বর্ষবরণ শোভাযাত্রা শুরু হয়েছিল। পরে ১৯৯৬ সালে এটিকে ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম দেওয়া হয়। এবার কর্তৃপক্ষ এটিকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নাম দিয়েছে। এটি নিয়ে প্রশ্ন তুলে সংবাদ সম্মেলন করেছেন চারুকলার একদল শিক্ষার্থী। তবে এবার চাপিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি, আগে চাপিয়ে দেওয়া হয়েছিল। নাম ছিল ‘বর্ষবরণ শোভাযাত্রা’ যশোরে। সেখান থেকে ঢাকায় আসার পর নাম হয় ‘আনন্দ শোভাযাত্রা’। এরপর চাপানো হয় ‘মঙ্গল শোভাযাত্রা’। এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে। চারুকলায় যে নামে চালু হয়েছিল সে নামে শুরু হবে।’’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/আরএস

‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর