সরকারের দেড় কোটি টাকা খরচে বিনিয়োগের প্রস্তাব ৩ হাজার কোটি টাকার বেশি
১৩ এপ্রিল ২০২৫ ১৭:৫৯ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ২০:০৪
ঢাকা: বিনিয়োগ সম্মেলনের প্রভাবে বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাবের ব্যাপারে বিদেশি বিনিয়োগকারীরা খুব খুশি হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি জানান, বিনিয়োগ সম্মেলনে সরকারি খরচ হয়েছে প্রায় দেড় কোটি টাকা। আর বিনিয়োগ প্রস্তাব এসেছে ৩ হাজার কোটি টাকার বেশি।
রোববার (১৩ এপ্রিল) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনের তথ্য জানাতে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চারদিনের এই সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনের বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
বিডার চেয়ারম্যান বলেন, ‘এই সামিট ১০ এ ১০ পাওয়ার মতো সামিট হয়নি। তবে যতটুকু সফলতা আছে তা সবার। ব্যর্থতা বিডা ও বেজার। প্রতি বছর এ ধরণের সামিট হতে পারে। এ ধরণের সিমিলার ইভেন্ট পরবর্তীতে বা পরবর্তী সরকার করবে বলে প্রত্যাশা করি।’
তিনি বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে। সরকারি খরচ হয়েছে দেড় কোটি টাকা। চার দিনের সামিটে এসে কেউ ১০০ কোটি টাকার চেক লিখে ফেলবেন, বিষয়টি এমন নয়। তাদের ফ্যাক্টরি ভিজিট করিয়েছি। ফ্যাক্টরি করতে হলে কোথায় যেতে হবে, তাদের দেখানো হয়েছে। সম্মেলনে এসে বিনিয়োগকারীরা খুব খুশি হয়েছেন। খাবারের ম্যানু থেকে যেন আমরা যেন বাদ না পড়ে যাই। আমরা একইসঙ্গে সংস্কারের কাজ করবো আর বিনিয়োগের পাইপলাইন বিল্ডিং এর কাজ করে রাখব।’
তিনি আরও বলেন, ‘বিনিয়গের পাইপলাইন ঠিক রাখতে বিনিয়োগ সম্মেলনে আসা সবাইকে থ্যাংক ইউ মেইল পাঠানো হবে। তাদের সঙ্গে যোগাযোগ রাখা হবে।’
বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি জানান, উদ্বোধনী সামিটে ৭৫০ জন অংশ নিয়েছেন। এর মধ্যে ৪১৫ জন বিদেশি ছিলেন। পুরো সম্মেলনে সাড়ে তিন হাজারের বেশি মানুষ অংশ নেন। স্পিকার ও প্যানেলিস্ট ছিল ১৩০ জন। হান্ডা ও শপআপের মাধ্যমে বিনিয়োগ এসেছে ৩ হাজার ১০০ কোটি টাকা। ছয়টি এমইউ সই হয়েছে। আর সরকারের খরচ এক কোটি ৪৫ লাখ টাকা। পুরো আয়োজনে অংশীদারদের খরচও ছিল।
সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ