Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় উদযাপিত হচ্ছে খনার মেলা-১৪৩১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৭:৫০ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৭:৫৮

খনার মেলা- ১৪৩১

নেত্রকোনা: সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় নেত্রকোনায় নতুন বছরকে বরণ করতে আয়োজন করা হয়েছে দেশের এক ব্যতিক্রমী অনুষ্ঠানের। এ অনুষ্ঠানের উদ্বোধনের মধ্য দিয়ে দ্বিতীয় বারের মতো জেলার কেন্দুয়া উপজেলায় আঙ্গারোয়া গ্রামে আয়োজন করা হয়েছে খনার মেলা-১৪৩১।

চৈত্র সংক্রান্তির দিন সূর্যোদয় থেকে পহেলা বৈশাখ সূর্যোদয় পর্যন্ত দিনরাতব্যাপী নানা আয়োজনের মধ্যে থাকছে গান, কবিতা, বাউল গান, কিচ্ছাপালা, গাইন গীত, শ্লোক, খনার কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, জীবন আর জ্যোতির্বিদ্যা নিয়ে বিশেষ আলোচনা।

বিজ্ঞাপন

বাংলাদেশে প্রথমবারের মতো গতবছর চৈত্র সংক্রান্তিতে মঙ্গলঘর পরিসরের আয়োজনে জেলার কেন্দুয়া উপজেলার সাংস্কৃতিক কেন্দ্র আঙ্গারোয়া গ্রামের বিশাল আলোকিত জনমঞ্চে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল খনার মেলা। মেলাটি এলাকার দর্শক শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এজন্য দ্বিতীয় বারের মতো এবারও থাকছে খনার মেলা।

দিনব্যাপী জমজমাট অনুষ্ঠানে এই মেলার মঞ্চে বাউল গান পরিবেশন করবেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার, বাউল মিয়া হোসেন ও শেফালি গায়েন, শিল্পী কফিল আহমেদ, কৃষ্ণকলি ও তার দল, সংগঠন সমগীত, ব্যান্ড সহজিয়া, চিৎকার, মুসা কলিম মুকুল, ফকির সাহেব, কুয়াশা মূর্খ, নূপুর সুলতানা, মঙ্গলঘরের শিল্পী কৃষক দুদু কাঞ্চন, দুলাল চিশতি, তরুন শিল্পী ফয়সল, উদয়, সুমন, হৃদয়দহ আরও অনেকে।

মেলায় মঞ্চে ঐতিহাসিক সত্যভাষী খনার ফলিত বাণীর উপর আলোচনা সভায় ‘জল ভালা ভাসা/ মানুষ ভালা চাষা’ এই প্রতিপাদ্য নিয়ে বক্তব্য রাখবেন, গবেষক-লেখক পাভেল পার্থ, প্রাকৃতিক কৃষি আন্দোলনের সংগঠক দেলোয়ার জাহান, কবি আহমেদ নকিব, লেখক বাকি বিল্লাহ, শিল্পী বীথি ঘোষ, কবি আসমা বীথি, আবুল কালাম আল আজাদ, লোক-সাহিত্য গবেষক রাখাল বিশ্বাস, মঙ্গলঘর পরিসরের প্রধান সংগঠক বদরুন নূর চৌধুরী লিপন ও শিল্পী কফিল আহমেদ।

বিজ্ঞাপন

লোক সাহিত্য গবেষক রাখাল সারাবাংলাকে জানান, নববর্ষ উপলক্ষে কেন্দুয়ায় এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সতৃবাদিনী খনার বচন ও তার গান পরিবেশন করা হবে। সত্য কথা বলা ও অতীতের খনার বচন ও তার গল্প,কবিতা, কাহিনী তুলে ধরে সত্য কথা বলা চর্চা এ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয়।

সারাবাংলা/এনজে

উদযাপন খনার মেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর