Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যুক্তরাষ্ট্রের পালটা শুল্কে ৩০ শতাংশ পর্যন্ত রফতানি কমতে পারে’

সিনিয়র করেসপন্ডেন্ট 
৮ এপ্রিল ২০২৫ ২০:৩৩

ঢাকা: যুক্তরাষ্ট্রের পালটা শুল্ক আরোপ করার কারণে অনেক ক্রেতা প্রতিষ্ঠান ক্রয়াদেশ স্থগিত করতে শুরু করেছে বলে জানিয়েছেন পোশাক খাতের উদ্যোক্তারা। তারা বলছেন, কোনো কোনো ক্রেতা প্রতিষ্ঠান মূল্যছাড়ও চাইতে শুরু করেছে। তাদের ধারণা, পালটা শুল্ক আরোপের প্রভাবে মার্কিন বাজারে ২০ থেকে ৩০ শতাংশ রফতানি কমে যেতে পারে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় বিজিএমইএ নির্বাচনি জোট ফোরামের কার্যালয় ও ওয়েব সাইট উদ্বোধন অনুষ্ঠানে পোশাক মালিকরা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় ফোরাম প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু বলেন, যুক্তরাষ্ট্র কি চায় তা জেনে দ্রুত পদক্ষেপ নিতে হবে। গত মার্চে তৈরি পোশাক খাতে উচ্চ প্রবৃদ্ধি হয়ছে, তবে সামনে সংকট। অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ নিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করতে হবে। সরকারি-বেসরকারি উদ্যোগে এখানে পদক্ষেপ নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত বদল করা যাবে কিনা তাতে সন্দিহান আমাদের।

বিজিএমইএ’র সাবেক সভাপতি ড. রুবানা হক বলেন, রফতনিকারকদের কাছ থেকে আমরা জানতে পারছি, অনেক ক্রেতা প্রতিষ্ঠান চলমান ক্রয়াদেশ স্থগিতের নির্দেশনা দিতে শুরু করেছে। যখন পোশাকের ন্যায্য দাম না পাওয়ার চ্যালেঞ্জ চলমান, তখন লোকসান কমাতে নতুন করে মূল্যছাড়ের দাবি করছে তারা। প্রকৃত পরিস্থিতি কি তাতে নজর রাখাটা জরুরি।

বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা বলেন, যুক্তরাষ্ট্র কী চায় তা জানতে হবে সরকারকে। অনাকাঙ্ক্ষিত এই সুনামিতে পোশাক রফতানি ২০ থেকে ৩০ শতাংশ কমে যেতে পারে।

পাকিস্তান ও ভারতের শুল্ক হার তুলনামূলক কম বেড়েছে উল্লেখ করে বিজিএমইএ’র আরেক সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বলেন, এতে যেসব কারখানার পণ্য যুক্তরাষ্ট্রে বড় অংশ রফতানি হয়, তারা প্রতিযোগিতার সক্ষমতা হারাবে।

বিজ্ঞাপন

ফোরাম মহাসচিব ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, গত শত বছরের মধ্যে এমন ঘটনা ঘটেনি। দেশটি থেকে প্রয়োজনে আমদানি বাড়িয়ে শুল্ক কমানো যায় কিনা সেই উদ্যোগ নিতে হবে। অর্থনীতি টিকিয়ে রাখতে রফতানি খাত যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্কনীতি ঘোষণা করেন। তিনি বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ পালটা শুল্ক আরোপ করেন। ট্রাম্পের পালটা শুল্ক আরোপের এই ঘটনায় দুনিয়াজুড়ে কয়েক দিন ধরে তোলপাড় চলছে।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

বিজিএমইএ মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পালটা শুল্ক রফতানি শুল্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর