পরীক্ষা না পেছালে পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনের ঘোষণা
৮ এপ্রিল ২০২৫ ১৯:৫৭
ঢাকা: ৪৬ তম বিসিএসের লিখিত পরীক্ষা না পেছালে সরকারি কর্ম কমিশন-পিএসসি চেয়ারম্যানসহ সদস্যদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বিসিএস প্রার্থীরা। সেই সঙ্গে আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত একটানা পিএসসির সামনে অবস্থান করবেন বলেও ঘোষণা দেন তারা।
মঙ্গলবার (৮ এপ্রিল) পিএসসি কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের পক্ষে ডা. ইমতিয়াজ আহমেদ এ ঘোষণা দেন।এর আগে, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে তিন দিন সময় চেয়েছে পিএসসি।
এ বৈঠকের মধ্যস্থতাকারী সেনাবাহিনীর মেজর রেদওয়ান আন্দোলনরত বিসিএস প্রার্থীদের জানান, পিএসসি সিদ্ধান্ত বদলাতে তিন দিনের সময় চেয়েছে।
মেজর রেদওয়ান বলেন, ‘যেহেতু বিসিএস পরীক্ষার আয়োজন একটি বিশাল কর্মযজ্ঞ। সেজন্য অনেক বিষয় বিবেচনায় নিতে হয়। সিদ্ধান্ত বদলাতে হলে অর্থাৎ পরীক্ষার সময় পেছাতে হলে অনেক কিছুই আবার নতুন করে রিঅ্যারেনঞ্জ ও ম্যানেজ করতে হবে।’ মূলত পিএসসি তিন দিনের সময় চাওয়ায় এবং কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হওয়ায় এমনটা হচ্ছে জানিয়ে আন্দোলনকারীদের এলাকাটি ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ জানান তিনি।
এ সময় পরীক্ষার্থীরা সেই তিন দিনের সময় মেনে নিয়ে পিএসসি ভবনের বাইরে এসে নতুন কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি ঘোষণা দিয়ে ডা. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘পিএসসি তিন দিনের সময় চেয়েছে। আমরা সেটা মেনে নিচ্ছি তবে তিন দিন মানে তিন দিন। অর্থাৎ আগামী শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে যদি ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত জানানো না হয় তাহলে আমরা আর এই দাবিতে আন্দোলন করতে আসবো না, সরাসরি এক দফার আন্দোলন অর্থাৎ পিএসসির চেয়ারম্যানসহ সদস্যদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামব।’
তিনি জানান, আগামী শুক্রবার জুম্মার নামাজের পর আন্দোলনরত বিভিন্ন বিসিএসের পরীক্ষার্থীরা আবারও পিএসসি কার্যালয়ে আসবেন।
সেই সঙ্গে আগামী তিন দিনের প্রতিদিন পিএসসির সামনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলেও ঘোষণা দেন তারা।
সারাবাংলা/এনএল/এসডব্লিউ
পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনের ঘোষণা বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি