Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪০ দিনের ছুটি শেষে খুলেছে প্রাথমিক বিদ্যালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ০৯:৪৬ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৩:১১

শিক্ষার্থীরা লাইন ধরে স্কুলে যাচ্ছে।

ঢাকা: পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ কয়েকটি ছুটি শেষে টানা ৪০ দিন পর মঙ্গলবার (৮ এপ্রিল) সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলেছে। সকাল থেকে শুরু হয়েছে পাঠদান। আর মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান শুরু হবে বুধবার (৯ এপ্রিল) থেকে। তবে যে সকল বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র রয়েছে সেসব বিদ্যালয় বন্ধ থাকবে আরও ২৫ দিন।

২০২৫ সালের শিক্ষাপুঞ্জি অনুযায়ী এই দীর্ঘ ছুটি নির্ধারন করা ছিলো। সেখানে পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি একসঙ্গে ছিলো। শিক্ষাপুঞ্জি মেনে শিব রাত্রীর ব্রত দিয়ে ২৬ ফেব্রুয়ারি ছুটি শুরু হয়। আর ২৭ ফেব্রুয়ারি শুরু হয় পবিত্র রমজানের ছুটি। ওইদিন স্কুলগুলোতে ছুটির নোটিশ দেওয়া হয়। তবে কিছু বেসরকারি ও ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান ১৩ রমজান থেকে ছুটি দেয়।

বিজ্ঞাপন

দীর্ঘ ৪০ দিনের ছুটি কাটিয়ে সোমবার (৭ এপ্রিল) থেকে ক্লাস শুরুর কথা থাকলেও এদিন ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচীতে সংহতি জানিয়ে প্রাথমিকে ক্লাস হয়নি। মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে শুরু হয়েছে পুরোদমে ক্লাস।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর কয়েকটি স্কুলে খোঁজ নিয়ে জানা গেছে, কোনো কোনো স্কুলে সকাল ৮ টা থেকে ক্লাস শুরু হয়েছে। নগরীর বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামরুন্নেচ্ছা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়েছে। এসব স্কুলের শিক্ষকেরা জানিয়েছেন প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কম। শহিদ নবী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এনামুল কবীর বলেন, দীর্ঘ ছুটি গেছে, বাচ্চারা কিছুটা অনভ্যস্ত হয়ে পড়েছে, তাই প্রথম দিকে হয়তো উপস্থিতি কম। কাল পরশু থেকে উপস্থিতি বাড়বে।

বিজ্ঞাপন

এদিকে খুলেছে বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল। পুরান ঢাকা, টিকাটুলি ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে আটটা থেকে ক্লাস শুরু হয়েছে। স্পার্কল ইন্টারন্যাশনাল, ফুলকুঁড়ি, গ্রীন বার্ড, শেমরক, লিটল জুয়েল, গ্রীন বার্ড, সেন্ট জোসেফ সবগুলোই মঙ্গলবার ক্লাস শুরু করেছে। এসকল স্কুলেও বাচ্চাদের উপস্থিতি কম দেখা গেছে।

যেসকল বাচ্চারা স্কুলে এসেছে তাদের অভিভাবকরা বলেছেন, দীর্ঘ ছুটির কারনে ছোট বাচ্চাদের সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস কমে গেছে। স্পার্কল ইন্টারন্যাশনালের কেজি-১ এর শিক্ষার্থীর মা রেশমা আক্তার বলেন, বাচ্চা সকালে ঘুম থেকে উঠতেই চাচ্ছিলো না। জোর করে নিয়ে এলাম। একই কথা বলেছেন নার্সারি ক্লাসের শিক্ষার্থীর অভিভাবক সেঁজুতি সাহা। তিনি বলেন, বাচ্চাদের কোনো কিছুর একটা গ্যাপ পড়লেই হলো। নিয়মে আনতে আবার সময় দিতে হবে।

প্রাথমিক বিদ্যালয় খুলে গেলেও মাধ্যমিক বিদ্যালয় খুলবে বুধবার (৯ এপ্রিল)। পবিত্র রমজান উপলক্ষ্যে গত ২ মার্চ থেকে শুরু হয় মাধ্যমিকের ছুটি। যদিও এর আগে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ ছিলো সাপ্তাহিক ছুটি। সেই দীর্ঘ ছুটি কাটিয়ে বুধবার খুলছে স্কুল। তবে যেসকল বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র থাকবে সেসব বিদ্যালয় এখনি খুলছেনা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চলবে ২৩ মে পর্যন্ত।

সারাবাংলা/জেআর/এনজে

ছুটি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর