‘ফিলিস্তিন জিন্দাবাদ’ স্লোগানে মুখর সচিবালয় এলাকা, বন্ধ সব গেট
৭ এপ্রিল ২০২৫ ১৬:৩১ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৭:৩৮
ঢাকা: ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদ ও গাজাবাসীর ডাকা হরতালের সমর্থনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত জনাকীর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সমবেত হোন মুসল্লিরা। এ সময় তারা ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ প্রভৃতি স্লোগানে মুখর করে তোলেন মসজিদের উত্তর পাদদেশ।
এরপর সেখান থেকে লোকজন জড়ো হতে হতে পল্টন ও প্রেসক্লাব পর্যন্ত গড়ায়। এদিকে বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের প্রধান প্রবেশদারের কিছু অংশ রেখে সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়।
সোমবার (৭ এপ্রিল) পৌনে ৩টার দিকে এই দৃশ্য দেখা যায়। সচিবালয়ের বাইরে তখনো স্লোগান চলছিল। আমি কে তুমি কে ফিলিস্তিন ফিলিস্তিন স্লোগান সমবেত হোন। এ সময় শিক্ষা ভবন, প্রেসক্লাবের পাশের সড়কে যান জন চলাচল বন্ধ করে দেওয়া হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এদিকে সচিবালয়ের প্রতিটি গেট বন্ধ করে দেওয়া হয়। শুধু প্রধান গেটের কিছু অংশ খোলা রাখা হয়। গেট বন্ধ করে দেওয়ায় সচিবালয়ের ভেতর থেকে কোনো কর্মকর্তা- কর্মচারী বের হতে পারছিলেন না।
কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা শরিফুল ইসলাম খান বলেন, জরুরি মিটিং ছিল বাইরে। কিন্তু গেট একদিকে বন্ধ অন্যদিকে সড়কে চলার পরিস্থিতি নেই, তাই মিটিং ক্যান্সেল করে দিয়েছি।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মী রোকসানা আক্তার বলেন, বাইরে ব্যাংকে যেতে হবে। স্যারের কাছ থেকে ছুটি নিয়েছি এক ঘণ্টার। নিচে নেমে দেখি গেট বন্ধ।
নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান সারাবাংলাকে বলেন, বাইরে মিছিল যাচ্ছে, সমাবেশ রয়েছে যে কারণে নির্দেশ আসছে গেট বন্ধ করার। সেজন্য গেট বন্ধ করে দেওয়া হয়েছে। মিছিলগুলো সরে গেলেই খুলে দেওয়া হবে।
এদিকে প্রধান ফটক দিয়ে বের হয়ে দেখা গেছে, শিক্ষা ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তাই সচিবালয়ের সামনের সড়ক ফাঁকা দেখা গেছে। তবে মিছিলের কারনে জিরো পয়েন্ট সিগন্যাল থেকে গাড়ি যেতে না পারায় সেখানে দীর্ঘ সময় যানজট লেগেছিল। অন্যদিকে সচিবালয়ের প্রেসক্লাবের অংশে যানজট বা মিছিল সরে গেলেও দীর্ঘ সময় আইন-শৃঙ্খলাবাহিনী মোতায়েন ছিল।
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি পালন করছে গোটা বিশ্ব। সেই প্রতিবাদে মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা।
সারাবাংলা/জেআর/ইআ