Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুগদায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৫ ০৮:২০ | আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১১:৩৫

সড়ক দুর্ঘটনা। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর মুগদা মানিকনগর এলাকায় রাস্তা পাড়াপারের সময় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় সুমী আক্তার (২৫) নামে এক গৃহবধূর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মুগদা মানিকনগর ওয়াসা রোডের রাস্তা পাড়াপারের সময় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আহত হন সুমী আক্তার। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হাসপাতালে নিহত সুমি আক্তারের প্রতিবেশী মেজবাহ উদ্দিন জানান, সুমি গৃহিনী ছিলেন। তবে এর পাশাপাশি বিভিন্ন বাসায় টিউশনি করতেন তিনি। মানিকনগর ওয়াসা রোডে স্বামী মাহফুজ রহমানকে নিয়ে থাকতেন তিনি। তার বাবার নাম সাজু মিয়া।

তিনি আরও বলেন, একটি বাসায় টিউশনি শেষে বাসায় ফিরছিলেন সুমি। বাসার কিছুটা দূরে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

মুগদায় গৃহবধূ নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর