চসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার
২ এপ্রিল ২০২৫ ২২:৫০ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ১৫:৩৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক এক কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় নগরীর গোসাইলডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহাঙ্গীর আলম চৌধুরী চসিকের ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তিনি নগর শ্রমিক লীগের সাবেক সভাপতির দায়িত্বেও ছিলেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান সারাবাংলাকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি পলাতক ছিলেন কিনা? এমন প্রশ্নে ওসি সুলতান আহসান বলেন, ‘তিনি প্রায়ই নিজ বাসায় আসা-যাওয়া করতেন। গত বছরের ৫ আগস্টের পর দায়ের হওয়া একটি মামলায় তিনি তদন্তপ্রাপ্ত আসামি। তাই তাকে আমরা গ্রেফতার করেছি।’
সারাবাংলা/আইসি/পিটিএম