Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকনগরে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৫ ১৬:১৫ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১৯:২৭

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মুগদা থানার মানিকনগর এলাকায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত মো. সাগর (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ওই শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) শাফায়েত মো. মুকুল ঘটনার সত্যতা বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৮ মার্চ অভিযুক্ত সাগর তার বাসায় ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি যেন কাউকে এসব না বলে সেজন্য ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে, শিশুটি গতকাল (বুধবার) তার বাবা মায়ের কাছে ঘটনা খুলে বলে। সেদিন রাতেই থানায় এসে ওই শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত সাগরকে গ্রেফতার করা হয়।

এসআই আরও জানান, শিশুটির শারীরিক অবস্থা পরীক্ষার জন্য বুধবার দুপুরে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। অভিযুক্ত সাগরকে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

ধর্ষণের অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর