Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠে নিষিদ্ধ মেসির বডিগার্ড

স্পোর্টস ডেস্ক
২ এপ্রিল ২০২৫ ১২:০২

নিষিদ্ধ হলেন মেসির বডিগার্ড

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই সাইডলাইনে দেখা যেত তাকে। মেসির বডিগার্ড হিসেবে নিয়োগ পাওয়া ইয়াসিন চেকো অল্প কিছুদিনের মধ্যেই পুরো ফুটবল দুনিয়াতে পরিচিতি লাভ করেছিলেন। তবে এখন থেকে আর মাঠে দেখা যাবে না মেসির বডিগার্ডকে।

মেসিকে ছোঁয়ার জন্য অনেকেই নিরাপত্তা বলয় ভেঙে মাঠে প্রবেশের চেষ্টা করেন। এরকম কিছু নজরে এলেই ছুটে যেতেন ইয়াসিন। বেশ কয়েকবার ঝড়ের গতিতে মেসিকে ছোঁয়ার আগেই মাঠে ঢুকে পড়া দর্শককে ধরে ফেলেছেন ইয়াসিন। কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বেশ আলোচনায় এসেছিলেন ইয়াসিন।

বিজ্ঞাপন

তবে এখন থেকে মাঠে আর দেখা যাবে না তাকে। ইয়াসিন নিজেই জানিয়েছেন, মায়ামির মাঠে আর দেখা যাবে না তাকে, ‘তারা আমাকে আর মাঠে প্রবেশ করতে দিচ্ছে না। আমি ৭ বছর ইউরোপে ছিলাম। আমার থাকা অবস্থায় মাত্র ৬ জন মাঠে অবৈধভাবে প্রবেশ করতে পেরেছে। ২০ মাস ধরে যুক্তরাষ্ট্রে আছি, এরই মধ্যে ১৬ জন প্রবেশ করেছে। এখানে এটা বড় সমস্যা। আমাকে মেসির পাশে থেকে তাকে সাহায্য করতে দিন।’

মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠে উপস্থিত না থাকলেও ক্লাবের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ইয়াসিন। তবে মেসি যদি চান, তাহলে ইয়াসিনকে আবারও মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/এফএম

ইন্টার মায়ামি বডিগার্ড মেজর সকার লিগ লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর