কুষ্টিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় মামা-ভাগ্নে নিহত
২ এপ্রিল ২০২৫ ১১:০৫ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১৪:০৮
কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় দুই মোটরসাইকেলে আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের জিলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া শহরতলীর মোল্লাতেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম মোল্লার ছেলে রাহাত ইসলাম পলাশ (৩০) তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে সাভারে কর্মরত ছিলেন ও ফাহিম অনিক (২৩) শহরের কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
এ ঘটনায় আহত হয়েছেন তানভীর গণি (২৩) নামে এক যুবক। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মশাররফ হোসেন জানান, মজমপুর এলাকা থেকে চা পান করে তার তিনজন মোল্লাতে ঘরিয়ায় চাচাতো ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।
পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে অনিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরেক জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সারাবাংলা/ইআ