Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেউ আ.লীগকে পুনর্বাসিত করতে পারবে না: হান্নান মাসউদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৫ ০১:৩৬ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১৬:০৩

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

নোয়াখালী: বাংলাদেশে কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ধানসিঁড়ি রিসোর্টে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।

আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘গত ৫ জানুয়ারি নির্বাচনের পর কেউ কোথাও মিছিল করতে পারেনি। আমরা ৬ জানুয়ারি মুষ্টিময় কয়েকজন মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছি। ৪ বছর আগে থেকে যখন অনেকে কথা বলা বন্ধ করে দিয়েছে তখনও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি। শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে গুলি খেয়ে তার দু’দিন পর আবারও রাস্তায় নেমেছি। নিজের জীবন বাজি রেখে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। তাই বাংলাদেশে আর কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারবে না।’

তিনি বলেন, ‘আমার পাশেও যদি কোনো আওয়ামী লীগ থাকে তাহলে আপনারা আমাকে তাদের চিহ্নিত করতে সহযোগিতা করবেন। কারণ, আমার পাশে কেউ পিঠ বাঁচাতে, আবার কেউ পেট বাঁচাতে আসবে। আপনারা যদি বলেন, এই মানুষটি সাধারণ মানুষের ওপর কখনো জুলুম করেছে বা অত্যাচার করেছে, সে যেই হোক তাকে আমার পাশে রাখব না। কোনো ধরনের সন্ত্রাসী, অত্যাচারী আমার পাশে জায়গা পাবে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাহাদ উদ্দিনের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেওয়াজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম কলেজের সমন্বয়ক তানভীর শরীফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাতিয়া প্রতিনিধি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইউসুফ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

আব্দুল হান্নান মাসউদ জাতীয় নাগরিক পার্টি টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর