Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৫ ২৩:০২

পানিতে ডুবে শিশুর মৃত্যু। প্রতীকী ছবি

খুলনা: জেলার ডুমুরিয়ায় পানিতে ডুবে আইয়ান হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার গুটুদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দিঘলিয়া উপজেলার বারাকপুর এলাকার নাহিদুল মোল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ঈদে মায়ের সঙ্গে উপজেলার গুটুদিয়া গ্রামের মাহাবুর বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে আইয়ান। এদিন দুপুরে সবার অজান্তে মামার বাড়ির পাশে একা-একা একটি টিউব‌ওয়েলে পানি পান করতে যায়। কিন্তু সেই টিউব‌ওয়েলের পাশে মাছের একটি ঘেরের ড্রেন আছে। ধারণা করা হচ্ছে, পানি পান করতে গিয়ে সে ড্রেনে পড়ে গিয়েছিল। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই ড্রেন থেকে শিশুটিকে উদ্ধার করে। এর পর ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/পিটিএম

খুলনা পানিতে ডুবে মৃত্যু শিশু

বিজ্ঞাপন

খুলনার বড় বাজারে আগুন
৩ এপ্রিল ২০২৫ ২২:২৫

আরো

সম্পর্কিত খবর