Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ এপ্রিল ২০২৫ ২০:১২

সড়ক দুর্ঘটনা। ছবি: সারাবাংলা

নড়াইল: ঈদের দিন বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছেন। এছাড়া মোটরসাইকেলের আরোহী দুইজন আহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) ঈদের দিন রাতে নড়াইলের চৌগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম সিয়াম মোল্যা (১৬)। তিনি সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের মশিয়ার মোল্যার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন সন্ধ্যায় সিয়াম ও তার বন্ধুরা মিলে মোটরসাইকেল যোগে লোহাগড়ার কালনা এলাকায় ঘুরতে যায়। পরে ফেরার পথে চৌগাছা এলাকায় আসলে একটি ছাগল দৌড়ে মোটরসাইকেলের সামনে আসলে সিয়াম গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলে থাকা দুই জন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন।

পরে সিয়ামের অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকা নেওয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়।

সারাবাংলা/এসডব্লিউ

কিশোর নিহত মোটরসাইকেল দুর্ঘটনা

বিজ্ঞাপন

খুলনার বড় বাজারে আগুন
৩ এপ্রিল ২০২৫ ২২:২৫

আরো

সম্পর্কিত খবর