প্রবাসীর স্ত্রী ও ‘প্রেমিককে’ খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ
১ এপ্রিল ২০২৫ ২০:১৩
বরিশাল: জেলার উজিরপুরে প্রবাসীর স্ত্রী ও তার প্রেমিককে আপত্তিকর অবস্থায় আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে উপজেলার বামরাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ।
ভাইরাল হওয়া ভিডিও চিত্রে দেখা গেছে, বাড়ির একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ওই বাড়ির সৌদি প্রবাসীর স্ত্রী এবং এক যুবককে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এক পর্যায়ে এক ব্যক্তি ওই নারী ও যুবককে (গৌরনদীর উত্তর পালরদী গ্রামের সাদ্দাম হোসেন) লাঠি দিয়ে বেধরক পেটাচ্ছেন। বাঁধার সময় ওই নারী অনেক অনুরোধ করেও রক্ষা পাননি।
স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ, সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে ওই যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। মঙ্গলবার সকালে প্রবাসীর ঘরে ওই নারী ও তার প্রেমিককে আপত্তিকর অবস্থায় দেখে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের আটক করে।
আটক সাদ্দামের বাবা জানান, কয়েকদিন আগে তার দোকান থেকে সেলাই মেশিন ক্রয় করেন ওই নারী। মেশিনের মোটর খারাপ হয়। সেই নষ্ট মোটর ঠিক করার জন্য তার ছেলেকে ডেকে নেয় ওই নারী। এর পর বাড়ির লোকজন তার ছেলের ওপর মিথ্যে অপবাদ দিয়ে নির্যাতন চালিয়েছে। তার ছেলে নির্দোষ বলেও দাবি করেন তিনি। তবে নির্যাতিত নারী ও যুবক সাদ্দাম পুলিশ হেফাজতে থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানের দু’জনই পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/পিটিএম