Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই বিপ্লবে শহিদ ডা. রুবেলের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৫ ১৯:১০ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ০২:৪৬

শহিদ রুবেলের পরিবারের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাত করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।

ঢাকা: জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত ডা. কবিরুল ইসলাম রুবেল এর পরিবারকে ঈদ উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে শহিদ রুবেলের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপলক্ষে সৌজন্যমূলক সাক্ষাত করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে রুবেলের পরিবারকে ঈদ উপহার তুলে দেন।

বিজ্ঞাপন

জুলাই অভ্যুত্থানে দুইজন চিকিৎসক শহিদ হয়েছিলেন। যাদের একজন ছিলেন ডা. সজীব। তিনি ঢাকার উত্তরায় শহিদ হন ১৮ জুলাই। আর ডা. কবিরুল ইসলাম রুবেল মোহাম্মদপুরে শহিদ হন ৫ আগস্ট। তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও ইসপাহানি ইসলামিয়া আই ইন্সটিটিউট ও হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এর আগে শহিদ ডা. সজীবের পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলাম ও একদল বিশেষজ্ঞ চিকিৎসকদল।

এ সময় জুলাই আন্দোলনে শান্তি সমাবেশে আন্দোলনের পক্ষে কন্ঠস্বর তোলা বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আব্দুস শাকুর খান উপস্থিত ছিলেন।

এ সময় তারা শহিদ পরিবারের সার্বিক খোঁজ খবর নেন এবং ভবিষ্যতে তাদের যেকোনো প্রয়োজনে সার্বিক সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দেন।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

জুলাই বিপ্লবে শহিদ ডা. রুবেল বিএনপি

বিজ্ঞাপন

খুলনার বড় বাজারে আগুন
৩ এপ্রিল ২০২৫ ২২:২৫

আরো

সম্পর্কিত খবর