Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধান শুকানোর জায়গা নিয়ে দুপক্ষে সংঘর্ষ, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ এপ্রিল ২০২৫ ১৯:০০

সংঘর্ষে জড়ান রঘুনাথপুর গ্রামের বাসিন্দারা।

সুনামগঞ্জ: জেলার শান্তিগঞ্জে ধান শুকানোর জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল ) দুপুরে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আকরাম আলী।

সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- রঘুনাথপুর গ্রামের মহিবুর রহমান মানিক (৩৫), কামাল হোসেন (২৮), শাহীন (৩৮), জোনাক আহমদ (২৮), তারেক আহমদ (৩২), বদরুল আলম (৪২), শাহ আলম (৪৫), দুলাল (৪৫), মকসুদ আলী (৫০), আইবুর রহমান (৪০) ও শফিক আলী (৫০)। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম জানা যায়নি।

পুলিশ জানায়, রঘুনাথপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে ধান শুকানোর জায়গা নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী জানান, ধান শুকানোর জায়গা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ফের সংঘর্ষের আশঙ্কায় গ্রামে পুলিশ মোতায়েন করা রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

আহত ২০ ধান কাটার জায়গা নিয়ে সংঘর্ষ