Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটি শেষ, মেট্রোরেল চলাচল শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৫ ১০:৪৬ | আপডেট: ১ এপ্রিল ২০২৫ ২০:৫৬

মেট্রোরেল।

ঢাকা: ঈদে এক দিন বন্ধ থাকার পর আবারও চলতে শুরু করেছে রাজধানীবাসীর সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল। আগের শিডিউল অনুযায়ী আজ সকাল ৭টা ১০ মিনিটে দিনের প্রথম ট্রিপ হিসেবে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায় মেট্রো। এ ছাড়া মঙ্গলবার (১ এপ্রিল) সাড়ে ৭টায় মতিঝিল থেকে প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে, মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল, পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সেই নোটিশ অনুযায়ী সোমবার (৩১ মার্চ) মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ঈদের দিন ছুটি কাটিয়ে আজ মঙ্গলবার রাজধানীতে চলাচল করা গণপরিবহন মেট্রোরেল চলতে শুরু করেছে।

সারাবাংলা/জেআর/ইআ

মেট্রোরেল

বিজ্ঞাপন

খুলনার বড় বাজারে আগুন
৩ এপ্রিল ২০২৫ ২২:২৫

আরো

সম্পর্কিত খবর