Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ১৯:৩৩

বিদ্যুতের তার খামারের জমে থাকা পানিতে পড়ে যায়

নীলফামারী: নীলফামারীর ডোমারে মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এরশাদ হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ মার্চ) সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী নুথুপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ হোসেন ওই এলাকার আব্দুল সাত্তার হোসেনের একমাত্র ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে এরশাদ তার বাড়ির পাশে থাকা নিজস্ব মুরগির খামার পরিষ্কার করছিলেন। এ সময় বিদ্যুতের একটি তার খামারের জমে থাকা পানিতে পড়ে যায়। অসাবধানতাবশত এরশাদ বিদ্যুতায়িত হন।

চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রতিবেশীদের ডেকে আনেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য হাবিবুর রহমান বাবু নিহতের পরিবারের বরাত দিয়ে দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এইচআই

নিহত নীলফামারী বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর