Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২৫ ০৯:০৮ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১২:২০

ধ্বংসস্তূপ এ চলছে উদ্ধারকাজ। ছবি: সংগৃহীত

মিয়ানমারের সামরিক সরকার জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে অন্তত ১,৬৪৪ জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

সামরিক সরকারের এক বিবৃতিতে জানানো হয়, ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে ১ হাজার ৬৪৪ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ৩ হাজার ৪০০-এর বেশি। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৩৯ জন।

ভূমিকম্পের ফলে মিয়ানমারের প্রাচীন রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় ১৫ লাখ মানুষের এই শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাব, ভেঙে পড়া সড়ক ও সেতু এবং দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

২০২১ সালে ক্ষমতা দখল করা মিয়ানমারের সামরিক জান্তা বর্তমানে চার বছর ধরে চলমান গৃহযুদ্ধের ফলে দেশের অনেক অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে। শুক্রবার (২৮ মার্চ) থেকে উদ্ধার অভিযান শুরু হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনো সহায়তা পৌঁছায়নি। সাধারণ মানুষই হাতে খুঁড়ে জীবিতদের বের করার চেষ্টা করছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, ইয়াঙ্গুন, নেপিদো ও মান্দালয়ের প্রধান মহাসড়কে ফাটল দেখা দেওয়ায় পরিবহন ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন ঘটেছে।

এছাড়া জরুরি চিকিৎসা সরঞ্জাম, রক্তের ব্যাগ, অ্যানাস্থেশিয়া, ওষুধ ও স্বাস্থ্যকর্মীদের জন্য তাঁবুর সংকট দেখা দিয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল মান্দালয়ে ১ হাজার ৫০০-এর বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সামরিক সরকার। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

মান্দালয় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমান চলাচল বন্ধ রয়েছে। সামরিক পরিষদ জানিয়েছে, বিমানবন্দর চালু করতে কাজ করা হচ্ছে এবং সেখানে একটি অস্থায়ী হাসপাতাল, মেডিকেল ক্যাম্প ও আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

সারাবাংলা/এনজে

নিহত ভূমিকম্প মিয়ানমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর