মাঠে ফিরেই মেসির গোল, মায়ামির স্বস্তির জয়
৩০ মার্চ ২০২৫ ০৮:৪৭ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১০:১৬
ইনজুরির কারণে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে পারেননি তিনি। ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমেই দেখা গেল চিরচেনা সেই লিওনেল মেসিকে। মেজর সকার লিগে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মেসির দারুণ এক গোলেই ২-১ ব্যবধানের জয় পেয়েছে ইন্টার মায়ামি।
কুঁচকি ও থাইয়ের ইনজুরিতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচের ঠিক আগে আর্জেন্টিনা স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। মায়ামির হয়ে এই ম্যাচে খেলাও অনিশ্চিত ছিল মেসির। শেষ পর্যন্ত সুস্থ হয়ে স্কোয়াডে জায়গা করে নেন তিনি।
মেসি অবশ্য ফিলাডেনফিয়ার বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে ছিলেন না। ২৩ মিনিটে রবার্ট টেলরের গোলে লিড পায় মায়ামি। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নামেন মেসি।
মাঠে নামার মাত্র ২ মিনিটের মাথায় গোলের দেখা পান মেসি। লুইস সুয়ারেজের পাসে বক্সের ভেতর বল পান মেসি। দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে কিপারকে বোকা বানান তিনি। মেসির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দল। ৮০ মিনিটে গাজডাকের গোলে ব্যবধান কমালেও ম্যাচে আর সমতা ফেরাতে পারেনি ফিলাডেলফিয়া।
ইন্টার মায়ামি শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে। মেজর সকার লিগের এবারের মৌসুমে নিজের তৃতীয় ম্যাচে দ্বিতীয় গোলের দেখা পেলেন মেসি।
সারাবাংলা/এফএম