কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ১৫:৩৭
২৯ মার্চ ২০২৫ ১৫:৩৭
কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মেহেদী ইসলাম (৪০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) ভোর রাতে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেফতার মেহেদী ইসলাম মথুরাপুর বাগোয়ান হিসনা পাড়া এলাকার মৃত মসলেম সর্দারের ছেলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ধারবাহিক অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার মথুরাপুর উইনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে হয়। গ্রেফতার মেহেদী ইসলাম একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
কুষ্টিয়া দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির জনান, যৌথ বাহিনীর অভিযানে একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
সারাবাংলা/এমপি