Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাতাসে রোদের ঝাপটা, গরমে অতিষ্ট নগরবাসী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ১৫:০৭ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৭:০৬

গরমে অতিষ্ট নগরবাসী। ছবি: সারাবাংলা

ঢাকা: মাথার ওপরে প্রখর রোদ, পায়ের নিচের মাটিটাও গরমে যেন ফাঁটছে। এমনকি বাতাসের যে ঝাপটা এসে লাগছে তাতেও মনে হয় শরীর জ্বলে যাচ্ছে। গত কয়েকদিনের তুলনায় রাজধানী ঢাকার তাপমাত্রা শনিবার (২৯ মার্চ) অনেক বেশি।

গত ২৪ ঘন্টায় ঢাকার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও আবহাওয়া অধিদফতর বলছে, আজকের তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি, বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। যে কারনে রোদের তাপ বেশি। এদিকে তীব্র রোদের কারনে মানুষ বাইরে যাচ্ছেন কম।

বিজ্ঞাপন

শনিবার (২৯ মার্চ) রাজধানীতে দেখা গেছে, সড়কে যানবাহনের সংখ্যা যেমন কম, তেমনি লোকজনের সংখ্যাও কম দেখা গেছে। যারা বেরিয়েছেন তারা বলছেন অন্যদিনগুলোর চেয়ে রোদের তাপ আজ বেশি। বসুন্ধরা সিটিতে শপিং করতে আসা ইশরাত জাহান বলেন, যদিও মেট্রোরেলে করে শপিং এ এসেছি, কিন্তু ট্রেন থেকে নেমে শপিং মল পর্যন্ত এটুকু পথ হাটতেই ত্রাহি অবস্থা। একদিকে রোজা তার ওপরে প্রচন্ড রোদ। বার বার গলা শুকিয়ে যাচ্ছিলো। একই কথা বলেছেন শপিং এ আসা সুজানা আক্তার।

এ সময় রাস্তার বিভিন্ন জায়গায় দাড়িয়ে থাকা রিক্সা চালকদেরও নিজের রিক্সার ভেতরে বসে থাকতে দেখা গেছে। যাত্রী এলেও যেতে চাচ্ছেন না অনেকে। আবার যারা যেতে চাচ্ছেন তারা ভাড়া বেশি চাচ্ছেন। তারা বলছেন, এই রোদে রোজা রেখে গাড়ি চালানো অনেক কষ্টের। সেজন্যই সামান্য কিছু টাকা বেশি চাচ্ছি। তাছাড়া ঈদের সময়ে তো একটু বেশি দেবেনই।

রোদের প্রখরতা বেশি থাকার কারনে ফুটপাতে বসতে পারছেন না ছোট ব্যবসায়ীরা। প্রতিদিন যারা টুকটাক জিনিসপত্র নিয়ে ফুটপাতে বসেন তাদের দেখা নেই। আবার দোকান সাজিয়ে রেখে ছায়ায় বিশ্রাম নিতে দেখা গেছে দোকানিদের। তারা বলছেন, রোদে বসে থাকা কঠিন। তাছাড়া ক্রেতাও নেই। তবুও ঈদের আগে যদি কিছু বিক্রি হয় সে আশায় দোকান নিয়ে বসেছেন।

বিজ্ঞাপন

তবে এই গরমে ফলের চাহিদা দেখা গেছে বেশি। বিশেষ করে তরমুজ। অনেকেই তরমুজ কিনছেন। রসালো ফলটির চাহিদা গরমে যে বেশি থাকে তা বিক্রেতারাও বলছেন। তবে রোজার শুরুর দিকে তরমুজের যে দাম ছিলো তা এখন অনেকটাই কম। মিরপুর ১১ নম্বরে কথা হয় তরমুজ ব্যবসায়ী আলমগীর হোসেনের সঙ্গে। তিনি বলেন, এখন ১৫০ থেকে ২৫০ টাকার মধ্যেই তরমুজ বিক্রি হচ্ছে। রোজার শুরুতে ২৫০ থেকে ছিলো এর দাম শুরু। তিনি বলেন, দিন গড়িয়ে সন্ধ্যা হতে হতে তার দোকানের তরমুজ শেষ হয়ে যাবে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ। শনিবার (২৯ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর ও সিরাজগঞ্জ জেলা সমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘন্টায় দেশের যশোরে ৪১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর রাজধানী ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙা, কয়রা, ঈশ্বরদিসহ অন্তত ১০ জেলার তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

সারাবাংলা/জেআর/এনজে

ঢাকা তাপমাত্রা রোদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর