নতুন সংবিধানের বাস্তবতায় গণপরিষদ নির্বাচন প্রয়োজন: আখতার হোসেন
২৮ মার্চ ২০২৫ ২৩:২৫ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৩:০৫
রংপুর: বাংলাদেশের বর্তমান সংবিধানের ত্রুটির কথা জানিয়ে নতুন করে সংবিধানের লিখনের বাস্তবতার প্রয়োজনে গণপরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তার মতে, বর্তমান সংবিধান বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার (২৭ মার্চ) রংপুরে আসেন আখতার হোসেন।
সংবিধানের কিছু ত্রুটির কথা উল্লেখ করে আখতার হোসেন বলেন, এই সংবিধানের এক তৃতীয়াংশ আছে, যা কেউ সংশোধন করতে পারবে না। সংবিধানে রাষ্ট্রের যে তিনটি উপাদান রয়েছে, এই তিনটির মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হয়নি। যার মাধ্যমে সাংগঠনিক প্রক্রিয়ায় এ দেশের প্রধানমন্ত্রীর স্বৈরাচারী হওয়ার সুযোগ পেয়েছে। সেজন্য আমরা মনে করি, বাংলাদেশে নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে। নতুন সংবিধান পেতে হলে গণপরিষদ নির্বাচন দিতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন।
তিনি আরও বলেন, সেই নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা নতুন সংবিধান উপহার দেবেন এবং তারাই সংসদ সদস্যের দায়িত্ব পালন করবেন। গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনকে এক করে দেখার কোনো অবকাশ নেই।
বাংলাদেশকে মেরামত করতে হলে অবশ্যই চব্বিশ জুলাইয়ের বিপ্লবে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে— উল্লেখ করে আখতার হোসেন বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এখন বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত বিষয়। যদি গণহত্যার বিচার না হয়, তাহলে দেশে আবারও ফ্যাসিবাদী চক্র গুম, খুন, হত্যাসহ নারকীয় তাণ্ডব চালানোর চেষ্টা করে যাবে।
ইফতার মাহফিলে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর এলাকায় জনসংযোগ করেন এনসিপির এই শীর্ষ নেতা।
সারাবাংলা/এইচআই
আখতার হোসেন এনসিপি গণপরিষদ নির্বাচন জাতীয় নাগরিক পার্টি রংপুর সংবিধান