ঈদে টিকেট কালোবাজারি, গ্রেফতার একাধিক
২৮ মার্চ ২০২৫ ২৩:১২
ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে রেলের টিকিট কালোবাজারি প্রতিরোধে তৎপর রয়েছে রেল কর্তৃপক্ষ। টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রয়োজনের ভ্রাম্যমাণ আদালত ও ভিজিলেন্স টিম এর মাধ্যমে স্টেশনগুলোতে ইতোমধ্যে একাধিক অভিযান চালিয়েছে। অভিযানে গত সাতদিনে শতাধিক টিকিট, সিম কার্ড জব্দসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্ত একটি মামলাও হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
শুক্রবার (২৮ মার্চ) বাংলাদেশ রেলওয়ে থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মার্চ সকাল ১০ টার দিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঠাকুরগাঁও ইউনিট কর্তৃক ঠাকুরগাঁও রেল স্টেশনে একজন ব্যক্তিকে বিভিন্ন তারিখের ঢাকা থেকে পঞ্চগড় ও ঢাকা থেকে পার্বতীপুরের সর্বমোট ১০৮ টি আন্তঃনগর ট্রেনের টিকিট, ৩টি মোবাইল ও ১৪টি সীম কার্ডসহ আটক করা হয়। এতগুলো টিকিট তার কাছে কিভাবে এলো জিজ্ঞাসাবাদে সে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসায় সে ওই টিকিটগুলো অসৎ উপায়ে ব্যবহারের জন্য এবং টিকিট কালোবাজারি চক্রের সঙ্গে যোগসাজস করে কেটেছে বলে জানায়।
এরপর ২১ মার্চ সকাল সাড়ে ছয়টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশ কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে পেশাদার টিকেট কালোবাজারি মো. রাকিব মিয়া (২৪) নামের একজনকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় ঢাকা-টু কিশোরগঞ্জ রুটের ভিন্ন ভিন্ন তারিখের এগারো সিন্ধু গোধূলি/প্রভাতী/কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ২১টি আসনের টিকিট ও ১ টি স্মার্ট মোবাইল ফোন পায় তার কাছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের চেয়ে অধিক দামে অর্থাৎ ১৮০ টাকার টিকেট ৪৫০/৫০০ টাকায় আগ্রহী যাত্রীদের নিকট বিক্রি করত বলে স্বীকার করেছে।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে তার নিজের ও পরিচিত চারজনের এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে মোট ৫টি রেলওয়ে সেবা অ্যাপস খুলে নিয়মিত ঢাকা টু কিশোরগঞ্জসহ বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইন থেকে সংগ্রহ করে থাকেন। এরপর সে ‘Kishorganj Train Ticket buy sell and exchange’ নামক ফেসবুক পেইজ এর মাধ্যমে আগ্রহী যাত্রীদের নিকট টিকিট বিক্রয় করে বিকাশ/ নগদের মাধ্যমে টাকা সংগ্রহ করেন। এরপর গ্রাহকের মোবাইলে টিকিটের পিডিএফ কপি পাঠিয়ে দেন।
উল্লেখ্য, গ্রেফতার আসামি ঈদ পরবর্তী কিশোরগঞ্জ টু ঢাকা রুটের অনলাইন ভিত্তিক টিকিট কালোবাজারির প্রস্তুতিসহ ফেসবুকে প্রচারণা চালাচ্ছিল। ঢাকা রেলওয়ে থানায় এ ব্যাপারে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মো. আশরাফুল ইসলাম, ক্যারেজ পরিচর্যক, টি নম্বর ২৩৭৮, রাজশাহী ক্যারেজ ডিপো- তাকে টিকেটবিহীন দুইজন যাত্রী ট্রেনে উঠানোর অভিযোগে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বনলতা এক্সপ্রেস ট্রেনের এটেনডেন্ট আশরাফুল ইসলাম ২৭ মার্চ বনলতা এক্সপ্রেস ট্রেনে ২ জন যাত্রী তুলে এক হাজার টাকা নিয়েছে। গার্ড ও টিটির সামনে বিষয়টি প্রমাণ হয়েছে।
এ ছাড়া আরও একাধিক স্থানে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টিকিট কালোবাজারি ও এ সংক্রান্ত বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
সারাবাংলা/জেআর/এইচআই
ঈদযাত্রা গ্রেফতার টিকেট কালোবাজারি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষ