সাতক্ষীরায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত কারাগারে
২৮ মার্চ ২০২৫ ২২:১১
সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ইব্রাহিম গাজীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে (সিজেএম) আদালতের মাধ্যমে ইব্রাহিমকে জেল হাজতে পাঠানো হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের সময়ে কুশোডাঙ্গা এলাকার মোসলেম গাজীর ছেলে ইব্রাহিম গাজী (৪৭) স্থানীয় ৭ বছর বয়সী মেয়ে শিশুকে ২০ টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে নির্জন কক্ষে নিয়ে নির্যাতন করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ও ইব্রাহিমকে আটক করে চড় থাপ্পড় দেয়। পরে থানায় জানালে পুলিশ ইব্রাহিমকে আটক করে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার বর্ণনা দেন এবং দায় স্বীকার করেন।
এদিকে, এর আগের দিন সাতক্ষীরার শ্যামনগরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মুজিবর রহমানকে (৫৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্যা বলেন, অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
সারাবাংলা/এমপি