মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৪
২৮ মার্চ ২০২৫ ২২:০১ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ০০:০১
মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং ৬ দশমিক ৮ মাত্রার পরাঘাতে এ পর্যন্ত অন্তত ১৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৭৩২ জন।
শুক্রবার (২৮ মার্চ) এবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে দেশটির সামরিক জান্তা সরকারের বরাতে রাষ্ট্রীয় সম্প্রচারক এমআরটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে রাজধানী নেপিদোতে ৯৬ জন, সাইগাইংয়ে ১৮ জন এবং মান্দালয়ে ৩০ জন মারা গেছেন।
এ ছাড়া আহতদের মধ্যে ১৩২ জন নেপিদো এবং ৩০০ জন সাগাইংয়ের বাসিন্দা, অন্যান্য এলাকার সংখ্যা এখনো নিরুপণ করা হচ্ছে।
ওদিকে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন একটি বহুতল ভবন ভেঙে পড়ে অন্তত ৩ জন নিহত হয়েছে। আরও অন্তত ৮১ জন নির্মাণ শ্রমিক ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছেন থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী।
জানা যায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর মান্দালয়ের কাছে ৭ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। প্রায় ১১ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প–পরবর্তী কম্পন অনুভূত হয়। প্রতিবেশী বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
সারাবাংলা/এইচআই