Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে ৯ দিনের বন্ধ টেকনাফ স্থল বন্দর, পণ্য আমদানি-রফতানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৫ ২১:৫৯ | আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২৩:০৯

টেকনাফ স্থলবন্দর।

কক্সবাজার: ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে নয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ-মিয়ানমার দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।

শুক্রবার (২৮ মার্চ) টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার মোহাম্মদ সোহেল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২৮ র্মাচ) থেকে শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত বন্দরের সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। কিন্তু বন্দরে থাকা পণ্যসামগ্রীর উসুল আদায় করা থাকলে সেসব পণ্যসামগ্রী বিশেষ ব্যবস্থায় বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সরবরাহের সুব্যবস্থা রাখা হয়েছে। ৬ এপ্রিল রোববার বন্দর দিয়ে যথারীতি পণ্য আমদানি-রফতানি শুরু হবে।

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সরকারি সত্ত্বেও ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় মালামাল স্থলবন্দর থেকে সরবরাহের জন্য বিশেষ শ্রমিক মজুদ রাখা হয়েছে।’

সারাবাংলা/এমপি

আমদানি-রফতানি টেকনাফ পণ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর