তদন্ত ছাড়াই পাসপোর্ট প্রদানসহ ডিসিদের ১২ নির্দেশনা প্রধান উপদেষ্টার
২৮ মার্চ ২০২৫ ২১:২৪ | আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২৩:০৯
ঢাকা: পুলিশি তদন্ত ছাড়া পাসপোর্ট দেওয়ার নির্দেশনাসহ জেলা প্রশাসকদের ১২ দফা নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টার এই নির্দেশনা সম্বলিত চিঠি ডিসিদের কাছে পৌঁছে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত পরিবেশে নাগরিকদের সেবা নিশ্চিতের নির্দেশনাও রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জমির নামজারি বা রেজিস্ট্রেশন জনগণের সব সেবাই হয়রানি এবং দুর্নীতিমুক্ত পরিবেশে হতে হবে বলে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে সব ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে জেলা প্রশাসকদের (ডিসি) কাজ করার দিক নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
চিঠিতে আরও বলা হয়েছে, ঠিকঠাক দায়িত্ব পালনে মন দিতে হবে ও সরকারের সব ধরনের স্তুতি বাক্য পরিহার করতে হবে। এছাড়া দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহণীয় রাখার কথা বলা হয়েছে।
চিঠিতে বিভিন্ন দফতর ও সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করার তাগিদ দিয়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মকর্তাদের আইন পুরোপুরি মেনে চলার কথা বলা হয়েছে। যেখানে সব রকমের ভয়ভীতি, তদবির ও স্তুতিবাক্য পরিহারে বিশেষ জোর দেওয়া হয়েছে।
চিঠিতে ডিসিদের মাঠ পর্যায়ের কার্যক্রম সরকারের নজরদারিতে রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।
নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা আমরা প্রত্যেক জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দিয়েছি। তারা এ নির্দেশনা মেনে কাজ করবেন।’
সারাবাংলা/জেআর/এমপি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাসপোর্ট পুলিশি তদন্ত