Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআরইউ কর্মচারীদের ওপর দুর্বৃত্তদের হামলায় মামলা, গ্রেফতার ২

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৫ ২১:২৪ | আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২৩:০৯

ঢাকা রিপোর্টার্স ইউনিটি। ছবি: সংগৃহীত

ঢাকা: সাংবাদিকদের পেশাজীবী সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই হামলায় ডিআরইউর ৩ কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ডিআরইউর স্টাফ জাকির হোসেন বাবুল, জহিরুল ইসলাম ও রবিউল ইসলাম। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।

শুক্রবার ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ডিআরইউ কর্মচারীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে দুর্বৃত্তদের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

ডিআরইউর প্রশাসনিক কর্মকর্তা মো. সোলায়মান হোসাইন জানান, ৩৭ তোপখানা রোডের আব্দুর রহমান (৪০), রোহান (২০), মোছা. পলি বেগম, আলী হোসেন (২৫), উজ্জ্বল মিয়াসহ (৩২) অজ্ঞাতনামা ২৫/৩০ জন শুক্রবার সকালে সেগুনবাগিচার হাইস্কুল গেইটের সামনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কর্মচারী মো. জাকির হোসেন বাবুলকে মারধর করে। পরে দুপুর ১২টার দিকে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, রড, দা, চাপাতি, হকিস্টিক ইত্যাদি নিয়ে ডিআরইউর সামনে আমাদের কর্মচারী মো. জহিরুল ইসলাম (২৯) ও মো. রবিউল ইসলামের (২৭) ওপর হামলা চালায়। চাপাতির কোপে জহিরুলের মাথা ফেটে যায়। এরপর তারা যাওয়ার সময় কর্মচারীদের প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ডিআরইউ কর্মচারীদের হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রায়হান মিয়া বলেন, ডিআরইউয়ে কর্মচারীদের ওপর হামলার ঘটনায় আব্দুর রহমান ও উজ্জল মিয়া নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান চলছে।

সারাবাংলা/ইউজে/এইচআই

গ্রেফতার ডিআরইউ ডিআরইউ কর্মচারী দুর্বৃত্তদের হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর