Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে একদিনে ১৭ ছিনতাইকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৫ ২০:২০

সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‍্যাব

সিলেট: সিলেটে একদিনে ১৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‍্যাব ৯ এর অধিনায়ক মঞ্জুর করিম।

গ্রেফতাররা হলেন— বাদল মিয়া কাউছার (২৭), সুহেল আহম্মদ রকি (২০), মো. সাজা মিয়া (৩১), তায়েফ আহম্মদ (২৬), শেখ মনির (৩০), কালা মনির (৩০), খোরশেদ মিয়া (২৭), আকাশ হোসেন (২১), মো. শাহীন (৩২), সায়মন (২২), রমজান আল আমিন (২১), মাসুম মিয়া (৩৫), আশাদুল মিয়া (৪২), শামীম মিয়া (৩০), মো. বাদশা মিয়া (৩০), দেলোয়ার হোসেন (৪৮), আজাদ (৩০) ও সুমন (২২)।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, আসন্ন ঈদে সিলেটে কিশোর গ্যাং চাঁদাবাজ ও ছিনতাইকারীর তৎপরতা বেড়েছে। ঈদকে কেন্দ্র করে আয়োজিত এই বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। গ্রেফতাররা সবাই চিহ্নিত ছিনতাইকারী। মাদকের টাকা জোগার করতেই এই অপকর্ম চালাত। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব।

সারাবাংলা/এইচআই

একদিনে গ্রেফতার ছিনতাইকারী গ্রেফতার র‍্যাব সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর