Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বেড়েছে তাপমাত্রা, রেকর্ড সর্বোচ্চ ৩৯ দশমিক ৮ ডিগ্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৫ ১৯:২৩ | আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২১:৩২

তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ক্রমাগত তাপমাত্রা বেড়েই চলেছে। গত ৪ দিনে তাপমাত্রা ৩ ডিগ্রির বেশি বেড়েছে। শুক্রবার (২৮ মার্চ) চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৫ শতাংশ।

এর আগে বুধবার (২৬ মার্চ) জেলায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও মঙ্গলবার (২৫ মার্চ) তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করেই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

গত ১৩ মার্চ প্রথম তাপমাত্রা রেকর্ড শুরু হয়। ওইদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ। এর আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ফেব্রুয়ারি ১৮ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, শুক্রবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা হলে সেটাকে মৃদু তাপপ্রবাহ ও ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি পর্যন্ত মাঝারী তাপপ্রবাহ বলে গণ্য করা হয়। চুয়াডাঙ্গায় গত ২০২৪ সালে ৩০ এপ্রিল তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। প্রতি বছর মার্চ ও এপ্রিল চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেশি তাপমাত্রা অনুভূত হয়।

সারাবাংলা/এমপি

বেড়েছে তাপমাত্রা রেকর্ড তাপমাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর