বেতন-বোনাস ছাড়াই ঈদ করবেন নারী ফুটবলাররা
২৮ মার্চ ২০২৫ ১৯:৩০ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৬:১২
নারী ফুটবল নিয়ে বেশ কয়েক মাস ধরেই চলছে নানা টানাপোড়েন। মাঠে ও মাঠের বাইরে টালমাটাল নারী ফুটবলে এবার লাগল আরেকটি ধাক্কা। এবারের ঈদে বোনাস তো বটেই, বেতনটাও পাননি বাংলাদেশের নারী ফুটবলাররা। নারী ফুটবলারদের পাশাপাশি বেতন-বোনাস হাতে আসেনি রেফারিদেরও।
কোচ পিটার বাটলারের অধীনে খেলবেন না, এমন দাবি নিয়ে বিদ্রোহ করেন সাফ জয়ী বেশ কয়েকজন সিনিয়র নারী ফুটবলার। নানা নাটকের পর খেলতে রাজি হলেও তাদের দলের বাইরে রেখেছেন বাটলার। গত ১০ ফেব্রুয়ারি বাফুফের সঙ্গে নতুন চুক্তি হয় নারী ফুটবলারদের। সেই চুক্তিতে জায়গা হয়নি সাবিনা-ঋতুপর্ণাদের। তাদের ছাড়াই ৩৬ জন নারী ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি করে বাফুফে।
চুক্তির বাইরে থাকা ফুটবলার তো বটেই, চুক্তিতে থাকা ফুটবলাররাও ঈদকে সামনে রেখে বেতন-বোনাস পাননি। এই ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আশ্বাস দিয়েছেন, ঈদের পরেই বুঝিয়ে দেওয়া হবে ফুটবলারদের পাওনা, ‘চুক্তির পর নতুন সবাইকে ব্যাংক অ্যাকাউন্ট করতে বলা হয়েছিল। অনেকে অ্যাকাউন্ট করেনি এজন্য আমরা তাদের সম্মানি দিতে পারিনি। ঈদের পর সবাইকে একসাথে দেওয়া হবে। তাদের জন্য আর্থিক ব্যবস্থাপনা আগে থেকেই প্রস্তুত রয়েছে।’
এছাড়াও সাফ জয়ী দলকে দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল বাফুফে। চার মাস পেরিয়ে গেলেও এখনো সেই টাকা বুঝে পাননি ফুটবলাররা।
এদিকে ফুটবলারদের পাশাপাশি বেতন হয়নি রেফারিদেরও। চলতি মৌসুমের অর্ধেকের বেশি শেষ হলেও রেফারিরা পেয়েছেন মাত্র ৫ রাউন্ডের সম্মানি। ঈদকে সামনে রেখে বকেয়া বেতনের আশা থাকলেও শেষ পর্যন্ত সেটা পাননি তারা।
সারাবাংলা/এফএম