Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৫ ১৮:৫৫ | আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৮:৫৭

সড়ক দুর্ঘটনা

সাতক্ষীরা: সাতক্ষীরায় দূর পাল্লার পরিবহণের ধাক্কায় যাত্রীবাহী মহেন্দ্রের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম জ্যোতিন্দ্রনাথ মুখার্জী (৪০)। তিনি কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের সাঁইহাটি গ্রামের ডা. শৈলেন্দ্রনাথ মুখার্জীর ছেলে। একই মহেন্দ্র এর যাত্রী সুশান্ত কুমার বিশ্বাস এর বাড়ি তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহততের ভাই মহেন্দ্রনাথ মুখার্জী জানান, সকালে তিনি ও তার ভাই জ্যেতিন্দ্রনাথ মুখার্জী পাটকেলঘাটাগামি একটি যাত্রীবাহী মহেন্দ্রতে ওঠেন। সেখান থেকে মহেন্দ্রটি বিনেরপোতা নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দূরপাল্লার পরিবহন মহেন্দ্রটির সামনে ধাক্কা লাগে। এতে মহেন্দ্রর ডান পাশে বসা তার ভাই জ্যোতিন্দ্রনাথ মুখার্জী ও সুশান্ত কুমার বিশ্বাস গুরুতর আহত হন।

তিনি আরও জানান, আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তর‌্যরত চিকিৎসক জ্যোতিন্দ্রনাথ মুখার্জীকে মৃত বলে ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সুশান্তকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এইচআই

নিহত বাস-মহেন্দ্র সংঘর্ষ মহেন্দ্রে সড়ক দুর্ঘটনা সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর