Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ নাফিস ও শহীদুলের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৫ ১৮:৪৩ | আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২১:৩২

জুলাই শহিদ পবিবারের কাছে তারেক রহমানের ঈদ উপহার তুলে দেওয়া হয়।

ঢাকা: গণঅভ্যুত্থানে শহিদ গোলাম নাফিস ও শহিদ শাহীদুল ইসলামের পরিবারকে ঈদ সামগ্রী ও শুভেচ্ছা স্মারক দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে মহাখালীর বাসায় গিয়ে শহিদ গোলাম নাফিসের মা-বাবা ও শহিদ শাহীদুল ইসলামের মায়ের হাতে উপহার সমাগ্রী ও শুভেচ্ছা স্মারক তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এ সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) পরিচালক সাঈদ খান, প্রকৌশলী মো. মাহবুব আলম ও সদস্য ডা. জাহাঙ্গীর আলম।

সাঈদ খান বলেন, ‘জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমান, ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এবং নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনারের সরাসরি তত্ত্বাবধানে এ কার্যক্রম চলছে। আমাদের স্বেচ্ছাসেবকরা আহত নিহতদের বাড়ি বাড়ি গিয়ে এ উপহার সামগ্রী এবং শহিদ পরিবারকে সম্মান জানিয়ে তারেক রহমানের চিঠি পৌঁছে দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘ফাউন্ডেশনের এ কার্যক্রম সারাদেশে একযোগে চলছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ পরিবারকে জেডআরএফের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হচ্ছে। দুই-একদিনের মধ্যেই আমাদের এ কার্যক্রম শেষ হবে।’

সাঈদ খান বলেন, ‘বিগত জুলাই-আগস্ট বিপ্লবের সময় গুলিবিদ্ধ আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিয়েছে। সম্প্রতি ফেনী এলাকায় যে ভয়াবহ বন্যা হয়ে গেল সেখানেও বন্যার্তদের মাঝে ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী সরবরাহ করেছে এ প্রতিষ্ঠান। আগামী দিনে ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যরা যেকোনো বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়াবে, এ অঙ্গীকার ব্যক্ত করছি।’

বিজ্ঞাপন

চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) সারাদেশে সাড়ে আটশত শহিদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করছে।

সারাবাংলা/এজেড/এমপি

ঈদ উপহার তারেক রহমান শহিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর