Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএনওর দফতরে বৈঠক, বিএনপি নেতার প্রশ্নের মুখে সারজিস

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৫ ১৬:২৯ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৬:৫৩

ভিডিও থেকে নেওয়া

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ইউএনওর দফতরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করায় স্থানীয় এক বিএনপি নেতা মতিয়ার রহমানের প্রশ্নের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে আটোয়ারী উপজেলা সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সারজিস আলমের বৈঠককে কেন্দ্র করে এই তর্ক হয়।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের কার্ড বিতরণের জন্য উপজেলা চত্বরে অফিস পাড়ায় যান। এ সময় তিনি বিভিন্ন অফিসে কর্মকর্তাদের অনুপস্থিত দেখতে পান। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম উপজেলা পরিষদ হলরুমে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছেন।

মিটিং শেষ হলে তিনি একটি রাজনৈতিক সংগঠনের নেতার সঙ্গে কর্মকর্তাদের কাছে বৈঠকের বিষয়ে কর্মকর্তাদের কাছে জানতে চান। এ সময় এনসিপি নেতা সাজিদ আলম তাকে বলেন যে, আমরা উত্তরাঞ্চলের মানুষ কোনো উন্নয়ন কর্মকাণ্ড করলে আমাদের পিছন থেকে টেনে ধরা হয়। একপর্যায়ে উভয়ের মধ্য তর্ক শুরু হয়। রাতে এই তর্কের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ নিয়ে একাধিকবার চেষ্টা করেও সারজিস আলমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে বিএনপি নেতা মতিয়ার রহমান বলেন, একটি পার্টির উত্তরঅঞ্চলের মুখ্য সংগঠক। আমি যতটুকু জানি, তিনি সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারিদের সঙ্গে বৈঠক করতে পারেন না। আমি তাৎক্ষণিক আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা বোদা উপজেলার নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসককে বিষয়টি জানানোর চেষ্টা করি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

এনসিপি তর্ক পঞ্চগড় বিএনপি সারজিস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর