Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে তরুণীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৮ মার্চ ২০২৫ ১৬:২৮

ময়মনসিংহের ১৩তলা বিশিষ্ট বর্ণালী টাওয়ার। ফুটেজ ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর একটি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। মৃত তরুণী (২৫) এর পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে গাঙ্গিনারপাড় এলাকার ১৩তলা বিশিষ্ট বর্ণালী টাওয়ার থেকে লাফ দিয়ে ওই তরুণী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সোয়া ১টার দিকে বহুতল ভবনটির ছাদে উঠে লফিয়ে পড়ে ওই তরুণী আত্মাহত্যা করেছেন। পরে মরদেহ দেখতে তারা ভবনের নিচে ভীড় জমান। তবে তরুণীকে এখন পর্যন্ত কেউ চিনতে পারেনি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান
বলেন, ‘তরুণীর আত্মাহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। তিনি কী কারণে এই ভবনটির ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন তা তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ

ভবন থেকে লাফ দিয়ে তরুণীর আত্মহত্যা